Pepsodent
২০ মার্চ, ২০২৩ ১৬:৩০

ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে উপলক্ষে পেপসোডেন্ট এবং সেনসিটিভ এক্সপার্ট-এর ‘ফ্রি ডেন্টাল ক্যাম্প’

অনলাইন ডেস্ক

ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে উপলক্ষে পেপসোডেন্ট এবং সেনসিটিভ এক্সপার্ট-এর ‘ফ্রি ডেন্টাল ক্যাম্প’

ঢাকাসহ ৩০টি জেলায় ১ মাসব্যাপী ফ্রি ডেন্টাল ক্যাম্প আয়োজন করেছে ‘পেপসোডেন্ট’ এবং ‘সেনসিটিভ এক্সপার্ট বাই পেপসোডেন্ট’

Pepsodent

২০ মার্চ ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে। ২০১৩ সাল থেকে প্রতিবছর বিশ্বের প্রায় সব দেশে দিবসটি উদযাপন করা হয়। উদ্দেশ্য, ওরাল কেয়ার, দাঁতের যত্নে গুরুত্ব দেওয়ার পাশাপাশি রোগ প্রতিরোধে সবাইকে সচেতন করা। আত্মবিশ্বাসী হাসি ধরে রাখতে দাঁতকে ভালো রাখাটা খুব জরুরি। নিয়মিত দুই বেলা দাঁত ব্রাশ যেমন প্রয়োজনীয়, ঠিক তেমনই নিয়মিত ডেন্টাল চেকআপ আমাদের দাঁতকে ভালো রাখতে সাহায্য করে। তাই, প্রতিবছরের মতো এবারও ঢাকাসহ ৩০টি জেলায় ১ মাসব্যাপী ফ্রি ডেন্টাল ক্যাম্প আয়োজন করেছে ‘পেপসোডেন্ট’ এবং ‘সেনসিটিভ এক্সপার্ট বাই পেপসোডেন্ট’। ১১ ফ্রেব্রুয়ারি শুরু হওয়া ফ্রি ডেন্টাল ক্যাম্প শেষ হবে ২০ মার্চ ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে- তে।

ইতিমধ্যে ৭ লাখ ৬৫ হাজার ৮০০ মানুষ ফ্রি ডেন্টাল ক্যাম্পের মাধ্যমে তাদের দাঁতের সমস্যার পরামর্শ নিয়েছে বিশেষজ্ঞ ডেন্টিস্টদের কাছ থেকে। এবারের লক্ষ্য প্রায় ১০ লাখ মানুষের কাছে ফ্রি ডেন্টাল কেয়ার পৌঁছে দেওয়া। তাই দেশজুড়ে ৩৩০টি ক্যাম্পে ৩ হাজার ৫৭৪ জন বিডিএস সার্টিফাইড ডেন্টিস্টরা প্রতিনিয়ত কাজ করে আসছে।

২০১৮ সাল থেকে বাংলাদেশ ডেন্টাল সোসাইটির (বিডিএস) সার্টিফাইড ডেন্টিস্টদের সহযোগিতায় প্রায় ৪০ লাখ মানুষকে ফ্রি ডেন্টাল কেয়ার পৌঁছে দিয়েছে ‘পেপসোডেন্ট’ এবং ‘সেনসিটিভ এক্সপার্ট বাই পেপসোডেন্ট’। 

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক


Pepsodent

এই বিভাগের আরও খবর


Pepsodent

Pepsodent

Pepsodent
Pepsodent

সর্বশেষ খবর

Pepsodent
Pepsodent
Pepsodent