বন্যার্তদের সহায়তায় ৮১ লাখ টাকা অনুদান দিয়েছে বাংলাদেশের পোশাকশিল্পের অন্যতম প্রতিষ্ঠান ‘স্নোটেক্স’ গ্রুপ ও এর অঙ্গ প্রতিষ্ঠান ‘সারা লাইফস্টাইল’, ‘ঢেউ’ এবং স্নোটেক্স। প্রতিষ্ঠানটির সকল সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে ২৭ লাখ টাকা এবং ‘স্নোটেক্স’ গ্রুপ বাকি ৫৪ লাখ টাকা প্রদান করে।
সর্বমোট অনুদান থেকে ৫০ লাখ টাকা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে বুধবার (২৮ আগস্ট) জমা করা হয় এবং বাকি ৩১ লাখ টাকা ‘স্নোটেক্স’ পরিবারের বন্যাদুর্গত সদস্যদের মাঝে বিতরণ করা হয়। দেশের বিভিন্ন জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ‘স্নোটেক্স’ গ্রুপের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়।
‘স্নোটেক্স’ ২০০০ সালে বায়িং হাউজের মাধ্যমে যাত্রা শুরু করে। বর্তমানে ‘স্নোটেক্স’ চারটি বড় কারখানা আছে।
বিডি প্রতিদিন/নাজমুল