রাঙামাটিতে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে মীর সিমেন্ট। পার্বত্য রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মরিশ্যা, সারোযাতলী, খেদারমারা এবং আমতলী ইউনিয়নের বন্যাদুর্গত মানুষদের সহায়তায় এগিয়ে এসেছে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি মীর সিমেন্ট প্রায় ২০০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে। যার মধ্যে ছিল বিশুদ্ধ পানি, শুকনো খাবার, ওরস্যালাইন এবং প্রাথমিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় ঔষধপত্র। ত্রাণ বিতরণ কার্যক্রমে মীর গ্রুপের ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন বিভাগের সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন।
এছাড়া তত্ত্বাবধানে ছিলেন বাঘাইছড়ির উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার, সহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জিহাদ হোসেন, সেনাবাহিনী, বিজিবি, উপজেলা চেয়ারম্যান এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        