সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে র্যাব সেজে ডাকাতি করার জন্য ব্যবহৃত কয়েকটি র্যাবের পোষাক, হ্যান্ডকাপ, দেশীয় অস্ত্র ও ডাকাতি হওয়া কিছু মালামালসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে।
এরা হলো- উল্লাপাড়া উপজেলার বড়কোয়ালিবেড় গ্রামের আব্দুর রশিদের ছেলে আমিরুল ইসলাম (২৫) ও পাশ্ববর্তী হাওরা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মনির হোসেন (২৫)।
আজ ভোর রাতে রায়গঞ্জ থানা পুলিশ নিজ নিজ এলাকা থেকে এদেরকে আটক করে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, গত ২৭ মার্চ র্যাবের পোষাক পড়ে ১৫/২০জনের একদল ডাকাত রায়গঞ্জ উপজেলার পুর্বলক্ষিকোলা গ্রামের ইব্রাহিম হোসেন, কমিশনার আজমল হোসেন, হাসিল হোসেন গ্রামের আজম আলী, হাফিজুর রহমান এবং বৈকুণ্ঠপুর গ্রামের আফসার আলী, মনিরুজ্জামান, দেলবার হোসেন ও শুকুর আলীর বাড়িতে ডাকাতি করে।
এ ঘটনার পর আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে আজ ভোররাতে ওই দুই ডাকাতকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত ৬ সেট র্যাবের পোশাক, একটি হ্যান্ডকাপ, একটি সেট ওয়াকিটকি, একটি চাইনিজ কুড়াল ও লুট হওয়া দুটি মোবাইল এবং কিছু মালামাল উদ্ধার করা হয়।
আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলেও ওসি জানিয়েছেন।