কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের আহম্মদপুরে ইসমাইল হোসেন পাঞ্জের (৫০) নামে এক চরমপন্থী নেতা দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। এ সময় আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন।
আজ সোমবার ভোরের দিকে এ ঘটনা ঘটে।
নিহত ইসমাইলের বাড়ি একই ইউনিয়নের আহম্মদপুরে গ্রামে। তিনি চরমপন্থী দলের সক্রিয় নেতা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে ইসমাইল ও তার চার সহযোগী তার বাড়ির পাশে বসে চা খাচ্ছিল। এ সময় দুটি মোটরসাইকেলে দুর্বৃত্তরা এসে তাদের গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার অন্য এক সহযোগী গুলিবিদ্ধ হন।
আহত সহযোগীকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) কাহানুর শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহত ইসমাইলের নামে একাধিক মামলা রয়েছে।