পটুয়াখালীর কলাপাড়ায় নিখোঁজ হওয়ার তিনদিন পর নির্মান শ্রমিক সোনামিয়া মোল্লার (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সকালে উপজেলার টিয়াখালী নদীতে ওই শ্রমিকের লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।
গত ১৯ জানুয়ারি বিকালে টিয়াখালী নদীর উপর নির্মানাধীন ১৭৫ মিটার ব্রিজের কাজ করতে গিয়ে টিয়াখালী নদীতে ভেসে যায় সে। নিহতের বাড়ি গাইবান্ধার উদিয়াখালী গ্রামে। তার পিতার নাম কুটু মোল্লা।
কলাপাড়া থানার এসআই বাদল জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় ইউডি মামলা হয়েছে।