ঘরের মাঠে টানা দুই সিরিজ জয়ের পর শ্রীলঙ্কার বিরুদ্ধে কাল হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। ওয়ানডের তিনটিতেই হেরেছে টাইগাররা। আত্মবিশ্বাস এখন তলানিতে। এদিকে একদিন পরেই শুরু হচ্ছে এশিয়া কাপ। শোকপ্রকাশ করার সময়টুকুও হাতে নেই ক্রিকেটারদের। হতাশা ঝেড়ে নতুন করে মাঠে নামতে হবে। এমন ভাঙা মনোবল নিয়ে এশিয়া কাপে কি ভালো করতে পারবে বাংলাদেশ? কাল ম্যাচ শেষে এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম বলেন, ‘এশিয়া কাপে আমাদের হারানোর কিছু নেই। সবাই কঠিন প্রতিপক্ষ। তাছাড়া এই সিরিজে আমরা যেমন বাজে খেলেছি, এর চেয়ে তো আর বাজে হতে পারে না। তাই চেষ্টা থাকবে ভালো কিছুই করার।’ শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে বাংলাদেশ ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই ব্যর্থ। এখান থেকে ঘুরে দাঁড়ানোর কথা বললেন মুশফিক। তিনি বলেন, ‘এখনো অনেক জায়গায় আমাদের কাজ করতে হবে। তাছাড়া আন্তর্জাতিক ম্যাচে এতো বেশি মিস করলে তো ভালো করা কঠিন।’ কালকের ম্যাচে ছিলেন না তিন তারকা ক্রিকেটার সাকিব, তামিম ও মাশরাফি। মাঠে সিনিয়র ক্রিকেটারদের অভাববোধ করেছেন টাইগার দলপতি। মুশফিক বলেন, ‘সিনিয়ররা থাকলে হয়তো ম্যাচের ফল অন্যরকম হতে পারত। আমরা ভালো করতে পারতাম।’ টানা তিন ম্যাচে হারের কারণ হিসেবে মুশফিক বলেন, ‘আমরা আসলে বেশি জয়ের চিন্তা করতে গিয়েই সব এলোমেলো করে ফেলেছি। আমাদের স্বাভাবিক খেলাটাও খেলতে পারিনি।’ তবে হোয়াইটওয়াশের লজ্জায় মুশফিককে অনেকটা বিব্রত দেখালেও লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসকে দেখে অনেক বেশি আত্মবিশ্বাসী মনে হয়েছে। তার লক্ষ্য এখন এশিয়া কাপ। তবে নিজের স্বপ্নের কথা যেন চেপে রাখলেন ম্যাথুস। তিনি বললেন, ‘এশিয়া কাপ অনেক কঠিন। এখানে অনেক ভালো দল খেলে।
শিরোনাম
- আরও এক ইসরায়েলি বন্দির মরদেহ হস্তান্তর করল হামাস
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- সৌদিতে অননুমোদিত সভা-সমাবেশে অংশ না নিতে দূতাবাসের সতর্কতা
- কেনটাকিতে কার্গো বিমান বিধ্বস্তে জরুরি অবস্থা ঘোষণা
- রাজধানীতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
- ইউরোপীয় সামরিক জোটে অংশীদারের মর্যাদা পেল ইউক্রেন
- ‘আমজনতার দল’ শীর্ষ দশে না থাকলে রাজনীতি ছাড়বেন তারেক
- ট্রাম্পের হুমকি ‘অনিবার্য’ : মামদানি
- বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ, একজন নিহত
- বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের
- ভোকেশনাল সমাপনী পরীক্ষা নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- দক্ষ জনশক্তি ও প্রশিক্ষণ সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান
- এরশাদ উল্লাহর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি মির্জা ফখরুলের
- ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বাঁধন ১০ দিনের রিমান্ডে
- গণসংযোগকালে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ
- ‘বিএনপির কাছে ২০ আসন চাওয়ার’ বিভ্রান্তিকর সংবাদে এনসিপির প্রতিবাদ
- নতুনবাজার-রামপুরা ব্রিজ-কাকলী পর্যন্ত কাল থেকে যানজটের শঙ্কা
- সিআরআইয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ : জয়-পুতুলসহ আটজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
- র্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে তানজিদ
মুশফিকের স্বীকারোক্তি
তিন বিভাগেই আমরা ব্যর্থ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর