শনিবার, ২২ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাঙালিদেরও এগিয়ে যেতে হবে : সঞ্জিব মিত্র

ভারতীয় ডেপুটি হাইকমিশনার সঞ্জিব মিত্র বলেছেন, তথ্য প্রযুক্তির যুগে শিক্ষার্থীদের বইয়ের পাশাপাশি কম্পিউটারের মাধ্যমে জ্ঞান অর্জনে আরো পারদর্শী হতে হবে।

তিনি বলেন ' বিশ্ব আজ এগিয়ে যাচ্ছে, সেই এগিয়ে যাবার সঙ্গে তাল মিলিয়ে বাঙালিদেরও সামনে এগিয়ে যেতে হবে।

তিনি আজ দুপুরে নাটোরের ভিক্টোরিয়া লাইব্রেরী পরিদর্শনে এসে এক আলোচনা সভায় এসব কথা বলেন।

আলোচনা সভা শেষে তিনি ভিক্টোরিয়া লাইব্রেরী কর্তৃপক্ষের কাছে ২টি উন্নতমানের কম্পিউটার তুলে দেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া লাইব্রেরীর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলতাব হোসেন সহ অন্যান্যরা।

এর পরে তিনি জয়কালীবাড়ি মন্দির পরিদর্শন ও সেখানের লাইব্রেরীতেও ৪টি উন্নতমানের কম্পিউটার প্রদান করেন ।

এছাড়া ঐতিহাসিক রানীভবানী রাজবাড়ির শ্যামসুন্দর মন্দিরও পরিদর্শন করেন তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর