ঘরের মাঠে টানা দুই সিরিজ জয়ের পর শ্রীলঙ্কার বিরুদ্ধে কাল হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। ওয়ানডের তিনটিতেই হেরেছে টাইগাররা। আত্মবিশ্বাস এখন তলানিতে। এদিকে একদিন পরেই শুরু হচ্ছে এশিয়া কাপ। শোকপ্রকাশ করার সময়টুকুও হাতে নেই ক্রিকেটারদের। হতাশা ঝেড়ে নতুন করে মাঠে নামতে হবে। এমন ভাঙা মনোবল নিয়ে এশিয়া কাপে কি ভালো করতে পারবে বাংলাদেশ? কাল ম্যাচ শেষে এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম বলেন, ‘এশিয়া কাপে আমাদের হারানোর কিছু নেই। সবাই কঠিন প্রতিপক্ষ। তাছাড়া এই সিরিজে আমরা যেমন বাজে খেলেছি, এর চেয়ে তো আর বাজে হতে পারে না। তাই চেষ্টা থাকবে ভালো কিছুই করার।’ শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে বাংলাদেশ ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই ব্যর্থ। এখান থেকে ঘুরে দাঁড়ানোর কথা বললেন মুশফিক। তিনি বলেন, ‘এখনো অনেক জায়গায় আমাদের কাজ করতে হবে। তাছাড়া আন্তর্জাতিক ম্যাচে এতো বেশি মিস করলে তো ভালো করা কঠিন।’ কালকের ম্যাচে ছিলেন না তিন তারকা ক্রিকেটার সাকিব, তামিম ও মাশরাফি। মাঠে সিনিয়র ক্রিকেটারদের অভাববোধ করেছেন টাইগার দলপতি। মুশফিক বলেন, ‘সিনিয়ররা থাকলে হয়তো ম্যাচের ফল অন্যরকম হতে পারত। আমরা ভালো করতে পারতাম।’ টানা তিন ম্যাচে হারের কারণ হিসেবে মুশফিক বলেন, ‘আমরা আসলে বেশি জয়ের চিন্তা করতে গিয়েই সব এলোমেলো করে ফেলেছি। আমাদের স্বাভাবিক খেলাটাও খেলতে পারিনি।’ তবে হোয়াইটওয়াশের লজ্জায় মুশফিককে অনেকটা বিব্রত দেখালেও লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসকে দেখে অনেক বেশি আত্মবিশ্বাসী মনে হয়েছে। তার লক্ষ্য এখন এশিয়া কাপ। তবে নিজের স্বপ্নের কথা যেন চেপে রাখলেন ম্যাথুস। তিনি বললেন, ‘এশিয়া কাপ অনেক কঠিন। এখানে অনেক ভালো দল খেলে।
শিরোনাম
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
মুশফিকের স্বীকারোক্তি
তিন বিভাগেই আমরা ব্যর্থ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর