শনিবার, ১১ জুন, ২০১৬ ০০:০০ টা

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, দুজন নিহত

ছয় জেলায় দুই শিশুসহ আরও ৭

প্রতিদিন ডেস্ক

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়ে নিহত হয়েছেন দুজন। নেত্রকোনার মোহনগঞ্জে অটোচাপায় ও কিশোরগঞ্জের বাজিতপুরে অটোরিকশা-ট্যাংকলরি সংঘর্ষে দুই শিশু, ঢাকার আশুলিয়ায় ট্রাকচাপায় নারী ও চাঁপাইনবাবগঞ্জে বৃদ্ধা প্রাণ হারিয়েছেন। মুন্সীগঞ্জে মারা গেছেন দুজন। গতকাল দিনের বিভিন্ন সময় ও সন্ধ্যায় এসব দুর্ঘটনা ঘটে। এছাড়া দিনাজপুরের ঘোড়াঘাটে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় ট্রাকের ধাক্কায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মাদারীপুরের রাজৈর উপজেলার সাধুর ব্রিজ নামক স্থানে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ট্রাকে থাকা মাছ ব্যবসায়ী রাসেল ও পথচারী  সোহরাব মাতুব্বর নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। নিহত রাসেল রাজৈর উপজেলার বেপারী পাড়া এলাকার গোলাম মোয়াজ্জেমের এবং সোহরাব রাজৈর উপজেলার নয়াকান্দি গ্রামের ওয়াজেদ মাতুব্বরের ছেলে। নেত্রকোনা : মোহনগঞ্জের ছেছড়াখালি বরাম নামক স্থানে গতকাল দুপুরে অটোচাপায় জাহাঙ্গীর হোসেন নামের সাড়ে তিন বছরের এক শিশু নিহত হয়েছে। শিশুটি বরান্তর গ্রামের জাকির হোসেনের ছেলে। কিশোরগঞ্জ : বাজিতপুরে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তেলবাহী ট্যাংকলরির সংঘর্ষে মহুয়া নামে সাড়ে তিন বছরের এক শিশু নিহত ও পাঁচজন আহত হয়েছেন। নিহত মহুয়া করিমগঞ্জ উপজেলার বোয়ালমারা গ্রামের বুলবুল মিয়ার মেয়ে। আশুলিয়া : আশুলিয়ায় পিকাপ ভ্যানের চাপায় হাসনা হেনা নামে এক নারীর মৃত্যু হয়েছে। নবীনগর কালিয়াকৈর মহাসড়কের বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেল চালক ও নিহতের স্বামী চান মিয়াকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।  চাঁপাইনবাবগঞ্জ : সদর উপজেলার মহারাজপুরে ট্রাকচাপায় মুনিকা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত মুনিকা বেগম সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের চকটোলা বালুবাগান গ্রামের মৃত মুসলিম উদ্দিনের স্ত্রী। দিনাজপুর : ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী সেলিনা হেমরন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিনা ঘোড়াঘাট  উপজেলার আবিরপাদা গ্রামের লাজারুশ টুডুর স্ত্রী। মুন্সীগঞ্জ :  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা সেতুর ওপর কাভার্ডভ্যানের ধাক্কায় লেগুনার যাত্রী পুলিশ সদস্যের স্ত্রী শিল্পী রায় (২৯) ও লেগুনা চালক শাহনাজ মিয়া (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত কুমিল্লায় কর্মরত পুলিশ সদস্য নেপাল রায়কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি চাঁদপুরের হাইমচর এলাকার নৌ-ফাঁড়িতে পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত।

সর্বশেষ খবর