মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়ে নিহত হয়েছেন দুজন। নেত্রকোনার মোহনগঞ্জে অটোচাপায় ও কিশোরগঞ্জের বাজিতপুরে অটোরিকশা-ট্যাংকলরি সংঘর্ষে দুই শিশু, ঢাকার আশুলিয়ায় ট্রাকচাপায় নারী ও চাঁপাইনবাবগঞ্জে বৃদ্ধা প্রাণ হারিয়েছেন। মুন্সীগঞ্জে মারা গেছেন দুজন। গতকাল দিনের বিভিন্ন সময় ও সন্ধ্যায় এসব দুর্ঘটনা ঘটে। এছাড়া দিনাজপুরের ঘোড়াঘাটে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় ট্রাকের ধাক্কায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মাদারীপুরের রাজৈর উপজেলার সাধুর ব্রিজ নামক স্থানে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ট্রাকে থাকা মাছ ব্যবসায়ী রাসেল ও পথচারী সোহরাব মাতুব্বর নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। নিহত রাসেল রাজৈর উপজেলার বেপারী পাড়া এলাকার গোলাম মোয়াজ্জেমের এবং সোহরাব রাজৈর উপজেলার নয়াকান্দি গ্রামের ওয়াজেদ মাতুব্বরের ছেলে। নেত্রকোনা : মোহনগঞ্জের ছেছড়াখালি বরাম নামক স্থানে গতকাল দুপুরে অটোচাপায় জাহাঙ্গীর হোসেন নামের সাড়ে তিন বছরের এক শিশু নিহত হয়েছে। শিশুটি বরান্তর গ্রামের জাকির হোসেনের ছেলে। কিশোরগঞ্জ : বাজিতপুরে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তেলবাহী ট্যাংকলরির সংঘর্ষে মহুয়া নামে সাড়ে তিন বছরের এক শিশু নিহত ও পাঁচজন আহত হয়েছেন। নিহত মহুয়া করিমগঞ্জ উপজেলার বোয়ালমারা গ্রামের বুলবুল মিয়ার মেয়ে। আশুলিয়া : আশুলিয়ায় পিকাপ ভ্যানের চাপায় হাসনা হেনা নামে এক নারীর মৃত্যু হয়েছে। নবীনগর কালিয়াকৈর মহাসড়কের বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেল চালক ও নিহতের স্বামী চান মিয়াকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ : সদর উপজেলার মহারাজপুরে ট্রাকচাপায় মুনিকা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত মুনিকা বেগম সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের চকটোলা বালুবাগান গ্রামের মৃত মুসলিম উদ্দিনের স্ত্রী। দিনাজপুর : ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী সেলিনা হেমরন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিনা ঘোড়াঘাট উপজেলার আবিরপাদা গ্রামের লাজারুশ টুডুর স্ত্রী। মুন্সীগঞ্জ : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা সেতুর ওপর কাভার্ডভ্যানের ধাক্কায় লেগুনার যাত্রী পুলিশ সদস্যের স্ত্রী শিল্পী রায় (২৯) ও লেগুনা চালক শাহনাজ মিয়া (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত কুমিল্লায় কর্মরত পুলিশ সদস্য নেপাল রায়কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি চাঁদপুরের হাইমচর এলাকার নৌ-ফাঁড়িতে পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত।
শিরোনাম
- বিচারকের ছেলে তাওসিফের মৃত্যু অতিরিক্ত রক্তক্ষরণে : ময়নাতদন্তকারী চিকিৎসক
- পরমাণু সাবমেরিন তৈরির ব্যাপারে সম্মত দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্র
- গণভোটে আইন প্রণয়ন হয়ে যাবে না, সেজন্য সংসদ গঠিত হতে হবে : সালাহউদ্দিন
- কিয়েভে ক্ষেপণাস্ত্র-ড্রোনের বড় হামলা চালিয়েছে রাশিয়া
- জেমস ও পাকিস্তানের আলী আজমতের কনসার্ট স্থগিত
- সংবিধান সংশোধনে ক্ষুব্ধ হয়ে পাকিস্তান সুপ্রিম কোর্টের দুই বিচারপতির পদত্যাগ
- সমবায় অধিদপ্তরের নতুন ডিজি ইসমাইল হোসেন
- জাপোরিঝিয়ায় সম্মুখযুদ্ধের সৈন্যদের সঙ্গে দেখা করলেন জেলেনস্কি
- রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা
- কাঠামোগত সংস্কারে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি : আইএমএফ
- ট্রাম্পের কাছে তথ্যচিত্রের জন্য ক্ষমা চেয়েছে বিবিসি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ
- বিমানবন্দর এলাকার দুই জায়গায় ককটেল বিস্ফোরণ
- বাসে আগুন দিয়ে করছিলেন ভিডিও, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু
- ইমাম প্রশিক্ষণে সৌদি সরকারের সহায়তার আশ্বাস
- শাকসু নির্বাচন বানচালের অভিযোগে প্রশাসনিক ভবনে তালা
- নওগাঁয় বিএনপিতে যোগ দিল আরও ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার
- প্রশাসন নিশ্চুপ থাকলে বিপদ আরও বাড়বে : গয়েশ্বর
- নতুন দুই দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন
- চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, দুজন নিহত
ছয় জেলায় দুই শিশুসহ আরও ৭
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর