আমার জীবনযুদ্ধে এই সেলাই মেশিনটি হবে একটি অবলম্বন। এখন মনে অনেক সাহস পাচ্ছি। আপাকে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। বিশিষ্ট সমাজসেবী সুইড বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি দিলারা মোস্তফার কাছ থেকে সেলাই মেশিন পেয়ে এভাবেই অনুভূতি প্রকাশ করলেন আমেনা খানম। আমেনা খানমের মতো মানিকগঞ্জ সরকারি শিশু পরিবারের আরও দশজন সদস্য একই কথা বললেন। এতিম এই মেয়েরা ছোটবেলা থেকেই মানিকগঞ্জ সরকারি শিশু পরিবারের বাসিন্দা। এখানে পড়াশোনা করে এই ১১ জন এসএসসি পরীক্ষায় পাস করেছেন। এ বছর কেউ কেউ এইচএইচসি পরীক্ষা দিয়েছেন। সপ্তম শ্রেণি থেকে এদের সেলাই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ১৮ বছর বয়স হলেই নিয়ম অনুযায়ী এখান থেকে চলে যেতে হয়। যার ফলে এরা ছিল খুবই দুশ্চিন্তায়। বিষয়টি জানতে পেরে দিলারা মোস্তাফা এই ১১ জনকেই কিনে দিলেন সেলাই মেশিন। গতকাল শিশু পরিবারের আঙিনায় সাদামাটা একটি অনুষ্ঠানের মাধ্যমে সেলাই মেশিন বিতরণ করেন দিলারা মোস্তফা। তবে শিশু পরিবারের আরও ১০০ এতিমকেও খুশি করে দেন ঈদের নতুন জামা কাপড় দিয়ে। নতুন জামা পেয়ে শিশুরাও হাত তুলে দোয়া করলেন তাকে। এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সমাজ সেবা অধিদফতরের উপ-পরিচালক মনোজকুমার ঘরামি, শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক লাভলী খানম, বিশিষ্ট শিক্ষানুরাগী বজলুর রহমান এবং শিশু পরিবারের কর্মকর্তা কর্মচারীরা। কৃতজ্ঞতা প্রকাশ করে লাভলী খানম জানান, দিলারা মোস্তফা নিয়মিত এই শিশু পরিবারের শিশুদের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন। গত বছরও চার শিশুকে সেলাই মেশিন দান করেছেন। এ ছাড়াও দুই ঈদসহ বিভিন্ন অনুষ্ঠানে জামাকাপড়সহ পুষ্টিকর খাবার দেন। দিলারা মোস্তফা বলেন সামাজিক দায়বদ্ধতা থেকে এতিম শিশুদের জন্য কিছু একটা করার চেষ্টা করছি। তিনি বলেন, আমরা সবাই মিলে উদ্যোগ নিলে শিশুদের দুর্ভোগ অনেকটা কমানো সম্ভব।
শিরোনাম
- জবিতে সংঘর্ষের ঘটনায় চার শিক্ষার্থী বহিষ্কার
- ডিপফেক চিনবেন যেভাবে
- বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের মহাসচিব মারা গেছেন
- মুশফিককে সরিয়ে স্টাম্পিংয়ের রেকর্ড লিটনের
- নাশকতার শঙ্কায় দেশের সব বিমানবন্দরকে সতর্ক থাকার নির্দেশ
- হাই কোর্টে স্থায়ী হলেন অভ্যুত্থানের পরে নিয়োগ পাওয়া ২২ বিচারপতি
- ভোজ্যতেলের বাজার স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন বাণিজ্য উপদেষ্টা
- শিল্পকলায় ‘সুড়ঙ্গ’
- ‘ডাউন সিনড্রোম জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টির আহ্বান’
- আমার বিরুদ্ধে উদ্দেশ্যমূলক বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: মাসুদুজ্জামান মাসুদ
- সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মামলা
- সত্যিকারের স্বাধীনতা অর্জিত হয়েছে ৭ নভেম্বর : রিজভী
- নাশকতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
- চাটখিল-সোনাইমুড়ি সড়কে একদিকে উচ্ছেদ, অন্যদিকে দখল
- আজহারীর নকল বই বিক্রি : ডিবিকে তদন্ত করতে আদালতের নির্দেশ
- প্রেমিকাকে পতিতালয়ে বিক্রির দায়ে যুবকের ৭ বছরের কারাদণ্ড
- বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটির ইংরেজী বিভাগে সেমিনার অনুষ্ঠিত
- সিডনিতে ‘ওয়াসিডিয়ানস অ্যাসোসিয়েশন’-এর প্রথম পুনর্মিলনী
- ভোটকেন্দ্রের নিরাপত্তায় ৪০ হাজার বডি ক্যামেরা কেনার প্রক্রিয়া শেষ পর্যায়ে
- কুষ্টিয়ায় চিংড়িতে জেলি, ৬ ব্যবসায়ীকে জরিমানা
সেলাই মেশিনটি হবে আমার জীবনযুদ্ধের অবলম্বন
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর