বুধবার, ১৫ জুন, ২০১৬ ০০:০০ টা

মেডিকেল ক্যাম্পাসে ঢুকে পুলিশের গুলি, আহত ৩০

সাভার প্রতিনিধি

ঢাকার আশুলিয়ায় নাইটিংগেল মেডিকেল কলেজে ভেতরে সোমবার রাতে প্রতিষ্ঠানের পরিচালককে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। একপর্যায়ে তাকে উদ্ধারের জন্য ভোররাতে ক্যাম্পাসে ঢুকে গুলি ছুড়ে পুলিশ। এতে তিন শিক্ষার্থী গুলিবিদ্ধসহ ৩০ জন আহত হন। এদের মধ্যে এক ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শিক্ষার্থীরা জানান, গত রবিবার বিকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম কলেজটি সাময়িক বন্ধ ঘোষণা করেন। এর পরই ছাত্র-ছাত্রীরা প্রশাসনিক কর্মকর্তা নুরে ইমাম মেহেদির কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে কিছুই জানেন না বলে হাসপাতাল থেকে পালাতে চান। এ সময় শিক্ষার্থীরা তাকে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন জামান ঘটনাস্থলে এলে তাকেও অবরুদ্ধ করা হয়। সোমবার রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালের ৩য় তলার জানালা দিয়ে পালানোর চেষ্টা করেন পরিচালক। শিক্ষার্থীরা তাকে বাইপাইল এলাকা থেকে আটক করে ফের ক্যাম্পাসে অবরুদ্ধ করেন। খবর পেয়ে পুলিশ ক্যাম্পাসে ঢুকে শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির শিক্ষার্থীদের ওপর রাবার বুলেট ও টিয়ারলে নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করেন।

সর্বশেষ খবর