নারায়ণগঞ্জের রূপগঞ্জে হিসাব-নিকাশ নিয়ে বিরোধকে কেন্দ্র করে ভাই ভাই কমপ্লেক্স নামে একটি মার্কেটের অংশীদারকে অন্য অংশীদাররা অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়া অপহরণের শিকার ওই অংশীদারের স্ত্রীকে পিটিয়ে আহত করে মার্কেটের কাগজপত্র লুট করা হয়। শনিবার রাতে উপজেলার গোলাকান্দাইল এলাকায় ঘটে এ ঘটনা। গৃহবধূ অর্চনা রানী দাস জানান, তার স্বামী ভোলানাথ দাস ভুলু, দেবর রিপন চন্দ্র দাস পংকজসহ অংশীদারদের গোলাকান্দাইল উত্তরপাড়া জিউর মন্দিরের সামনে নিজস্ব জমিতে ভাই ভাই কমপ্লেক্স নামে একটি মার্কেট নির্মাণ করা হয়। ওই মাকের্টের হিসাব-নিকাশের দায়িত্বে রয়েছেন ভোলানাথ দাস ভুলু। চাচাতো দেবর ও প্রতিপক্ষ মিলন চন্দ্র দাস, দিলীপ চন্দ্র দাস, বাচ্চু চন্দ্র দাস, স্বপন চন্দ দাসসহ মার্কেটের অংশীদাররা মার্কেটের হিসাব-নিকাশ ও চাবি চায় তার স্বামী ভোলানাথ দাস ভুলুর কাছে। কিন্তু ভোলানাথ হিসাব-নিকাশ বা চাবি দেননি। গত ১০ জুন সকালে নিজ বাড়ি থেকে ভুলতা স্টেশন আসার পর আর বাড়ি ফেরেননি ভোলানাথ। এরপর শনিবার রাতে প্রতিপক্ষ অংশীদাররা অর্চনা রানী দাসের কাছে হিসাব-নিকাশ ও মার্কেটের চাবি চায়। অস্বীকার করলে তাকে পিটিয়ে গুরুতর আহত করে হিসাব-নিকাশের কাগজপত্র লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে অভিযুক্তরা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয় বলে জানিয়েছেন। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের আটক ও অপহরণের শিকার ভোলানাথ দাস ভুলুকে উদ্ধারের চেষ্টা চলছে।
শিরোনাম
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
- হাসিনার আরও দুটি লকার জব্দ
- দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদে উদযাপিত হবে : আইজিপি
- অনিয়ম দূর করতে প্রকল্পের টেন্ডার হবে অনলাইনে : পরিকল্পনা উপদেষ্টা
- যশোরে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ
- গাজায় গণহত্যা বন্ধে বিশ্ব সম্প্রদায়ের হস্তক্ষেপ চেয়েছেন তারেক রহমান
- পরের রাউন্ডে ভালো খেলবে বাংলাদেশ : নান্নু
- বাংলাদেশে ফ্রান্স ভিসাসেবা চালু ভিএফএস গ্লোবালের
মার্কেটের অংশীদারকে অপহরণ
রূপগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর