নরসিংদী সরকারি কলেজের (নসক) একাদশ শ্রেণির ভর্তি নিয়ে চলছে রমরমা বাণিজ্য। ভর্তিচ্ছু নতুন শিক্ষার্থীদের কাছ থেকে নির্দেশিকা ও ভর্তি ফরমের নামে আদায় করা হচ্ছে লাখ লাখ টাকা। ভর্তিবাণিজ্য বন্ধে সরকারের কঠোর নির্দেশনা থাকলেও নসক কর্তৃপক্ষ তা মানছেন না। কর্তৃপক্ষ রীতিমত রসিদ দিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে অবৈধভাবে এ টাকা সংগ্রহ করছেন। প্রশাসনিক কর্মকতারা বলছেন অধ্যক্ষ ও ভর্তি কমিটির আহ্বায়কের নির্দেশেই অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে। বিষয়টি স্বীকার করে অধ্যক্ষ বলছেন, মন্ত্রণালয়ের পরিপত্রে উল্লেখ না থাকায় এটি বিধিবহির্ভূত। কিন্তু দেশের সব কলেজেই এই অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। কলেজ সূত্রে জানা যায়, নরসিংদী সরকারি কলেজে একাদশ শ্রেণিতে মোট আসন সংখ্যা দুই হাজার ৩৫০। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৪১০টি, ব্যবসায় শিক্ষা বিভাগে এক হাজার ১২০টি ও মানবিক বিভাগে ৮২০টি আসন রয়েছে। প্রতি শিক্ষার্থীদের কাছ থেকে ১০০ টাকা করে নিয়মবহির্ভূতভাবে আদায়ের মাধ্যমে প্রায় আড়াই লাখ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। কলেজের দেয়ালে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের ক্যাশ কাউন্টারে ১০০ টাকা জমা দিয়ে রসিদ সংগ্রহের নির্দেশনা দেওয়া হলেও এতে অধ্যক্ষের কোনো স্বাক্ষর নেই। ভর্তি কমিটির আহ্বায়ক ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক শফিকুল ইসলাম বলেন, ভর্তির ফরম ও কলেজের প্রসপেক্টাসের জন্য এই ১০০ টাকা আদায় করা হচ্ছে। বিষয়টি অধ্যক্ষের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আনোয়ারুল ইসলাম বলেন, ছাত্র-ছাত্রীদের ভর্তি নির্দেশিকা ও ফরম বাবদ এই টাকা আদায় করা হচ্ছে।
শিরোনাম
- চীনের ‘আগ্রাসন’ রোধে জাপান-মার্কিন সম্পর্ক গুরুত্বপূর্ণ : পেন্টাগণ
- বাংলাদেশের উন্নয়ন ও মানবিক প্রচেষ্টায় জার্মানির অব্যাহত সহযোগিতার প্রতিশ্রুতি
- জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক
- হাসিনার প্লট দুর্নীতি: সাবেক রাজউক সদস্য খুরশীদের আত্মসমর্পণ
- আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলায় পরবর্তী সাক্ষ্য বৃহস্পতিবার
- কারিগরি স্কুল-কলেজে অনিয়ম-দুর্নীতির প্রমাণ অধিদপ্তরে পাঠানোর নির্দেশ
- সংস্কারের পর নির্বাচনের ব্যত্যয় হলে দায় এই সরকারের : মির্জা ফখরুল
- এক মাসে রেকর্ড ১ কোটি ১৭ লাখ মানুষের ওমরাহ পালন
- নারীর অদম্য সাহসেই গড়ে উঠবে জলবায়ু সহনশীল বাংলাদেশ : উপদেষ্টা রিজওয়ানা
- রাজধানীতে সাবেক মেয়রসহ আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
- সম্পত্তি ফেরত পেতে আন্তর্জাতিক সালিশি আদালতে মামলা এস আলমের
- আরও এক মামলায় গ্রেফতার সাবেক খাদ্যমন্ত্রী
- অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে বিএনপি হতাশ : সালাহউদ্দিন আহমদ
- পাকিস্তানের সঙ্গে যুদ্ধ, আবারও মোদির বিরুদ্ধে ট্রাম্পের নতুন কটাক্ষ
- জাতীয় নির্বাচন নাও হতে পারে, সবার আগে জুলাই সনদ হতে হবে: তাহের
- নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মসূচির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ
- যেভাবে নিজের ক্যারিয়ার কবর দিলেন সাকিব আল হাসান
- ঢাবিতে ভর্তি আবেদন শুরু, কোন ইউনিটের পরীক্ষা কবে?
- ট্রাম্পের দক্ষিণ কোরিয়া সফরের আগে একাধিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার
- মেট্রোরেলের নিরাপত্তা ও দুর্ঘটনার বিষয়ে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ
নরসিংদী সরকারি কলেজে ভর্তিবাণিজ্যের অভিযোগ
সঞ্জিত সাহা, নরসিংদী
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর