শিরোনাম
শুক্রবার, ২২ জুলাই, ২০১৬ ০০:০০ টা

নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার সহপাঠীদের বিক্ষোভ

তিন জেলায় আরও তিন খুন

প্রতিদিন ডেস্ক

নরসিংদীতে নিখোঁজের তিনদিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। হত্যার প্রতিবাদ ও জড়িতদের বিচার দাবিতে গতকাল বিক্ষোভ মানববন্ধন করেছেন সহপাঠী ও শিক্ষকরা। এছাড়া শরীয়তপুর, বগুড়া ও ময়মনসিংহে তিনজন খুন হয়েছেন। বিভিন্ন স্থানে উদ্ধার করা হয়েছে আরও তিন মরদেহ। নরসিংদীতে নিখোঁজের তিনদিন পর তৃতীয় শ্রেণির ছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সদর উপজেলার রাজার্দী গ্রামে কলাখেত গতকাল লাশটি উদ্ধার করা হয়। নিহত ছাত্র দূর্জয় (১১) চিনিশপুর ইউপি সদস্য বিজন কুমারের ছেলে। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ সুমন নামে এক যুবককে আটক করেছে। শরীয়তপুর : এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলার জপসায় জাকির নামে এক ট্রলারচালককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। বুধবার রাতে ২০/২৫ জনের সংঘবদ্ধ দল জাকিরের গ্রামে ঢুকে হাত বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। বগুড়া : শিবগঞ্জে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় অটোচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটে বুধবার রাতে উপজেলার পূর্ব জাহাঙ্গীরাবাদ কাজীতলা গ্রামে। নিহত অটোচালক বাদল ওই গ্রামের আসব প্রামাণিকের ছেলে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। এছাড়া কাহালু উপজেলার লক্ষিমণ্ডপ থেকে মদিনা নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ওই এলাকার আব্দুল কুদ্দুছের স্ত্রী। ঘটনার পর থেকে স্বামীসহ শ্বশুরবাড়ির সবাই পলাতক।

ভালুকায় : ময়মনসিংহের ভালুকায় গৃহবধূ সুফিয়া খাতুনকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে এক মানসিক রোগী। ঘটনাটি ঘটে গতকাল উপজেলার কাঠালী গ্রামে। এ সময় সুফিয়ার আট বছরের ছেলে আহত হয়। এছাড়া শেরপুরের ঝিনাইগাতির সীলজুড়া খাল থেকে বীনা নামে এক কিশোরী ও মুন্সীগঞ্জের শ্রীনগরে আরিফ হোসেন এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ খবর