পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন গঠনের প্রতিবাদে পাঁচটি বাঙালি সংগঠনের ডাকে পার্বত্য তিন জেলায় গতকাল সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। রাঙামাটিতে ভোরে হরতালের সমর্থনে মাঠে নামে পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন, পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য গণপরিষদ, বাঙালি ছাত্র পরিষদ ও বাঙালি ছাত্রঐক্য পরিষদের নেতা-কর্মী-সমর্থকরা। শহরের বনরূপা, তবলছড়ি কলেজগেট, রিজার্ভ বাজার ও কাটালতলী সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। বিভিন্ন পয়েন্টে পিকেটিংও করা হয়। এ ছাড়া হরতালের কারণে রাঙামাটি-চট্টগ্রাম সড়কে দূরপাল্লার যানবাহন চলাচল করেনি। অভ্যন্তরীণ নৌপথে ছেড়ে যায়নি লঞ্চ। অফিস-আদালত, স্কুল-কলেজ খোলা থাকলেও উপস্থিতি কম ছিল। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরে মোতায়েন ছিল অতিরিক্ত পুলিশ। এদিকে খাগড়াছড়িতে হরতালের কারণে থেমে যায় জীবনযাত্রা। দোকানপাট বন্ধ ছিল। পিকেটাররা হরতাল চলাকালে বিভিন্ন মোড়ে সক্রিয় ছিল। সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে তারা। ঢাকা থেকে ছেড়ে আসা নাইট কোচগুলো পুলিশি পাহারায় খাগড়াছড়ি পৌঁছে। আটকা পড়ে খাগড়াছড়িতে আসা শত শত পর্যটক। জেলায় সবধরনের যানবাহন বন্ধ ছিল। শহরে রিকশা, সাইকেলও চলতে দেয়নি পিকেটাররা। বিকালে শাপলা চত্বরে প্রতিবাদ সমাবেশ করে। উল্লেখ্য, গত ১ আগস্ট পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইনের খসড়া নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভায়। ৮ আগস্ট রাষ্ট্রপতি এই আইনে স্বাক্ষর করেন এবং ৯ তারিখ গেজেট প্রকাশ হয়। এই আইন বাতিলের দাবিতে ৯ ও ১০ আগস্ট তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতালসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছিল।
শিরোনাম
- বন্দরের বাড়তি ট্যারিফ নিয়ে শীঘ্রই স্টেকহোল্ডারদের সাথে বৈঠক হবে : আমীর হুমায়ুন
- সিরিজে টিকে থাকতে বাংলাদেশের দরকার ১৫০ রান
- নির্বাচনকালে নিজ বা শ্বশুরবাড়ি এলাকায় পোস্টিং হবে না
- শিক্ষায় পচন এত যে কমিশন করলেই সেরে যাবে না : পরিকল্পনা উপদেষ্টা
- প্লট দুর্নীতি : হাসিনা-পুতুল-জয়ের বিরুদ্ধে আরও ৮ জনের সাক্ষ্য
- সংস্কার কমিশনের প্রতিবেদন বই আকারে প্রকাশে প্রধান উপদেষ্টার আহ্বান
- আগামীর নতুন বাংলাদেশ হবে শিক্ষানির্ভর : আমীর খসরু
- মেট্রোরেল যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ ডিএমটিসিএলের
- ক্লাস শুরুর দাবিতে অনশনে প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা
- জলবায়ু পরিবর্তন সভ্যতাকে শেষ করবে না : বিল গেটস
- স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি বহাল থাকছে আগামী শিক্ষাবর্ষেও
- টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে জাকের
- অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ৩ টি-টোয়েন্টি থেকে ছিটকে গেলেন রেড্ডি
- মতিঝিল-কমলাপুর অংশে ইলেকট্রো-মেকানিক্যাল কাজে ১৮৫ কোটি টাকা সাশ্রয়
- ‘জেন জি’ উত্যক্তকারীদের ভাষা বুঝতে এআই টুল বানাচ্ছে অস্ট্রেলিয়ার পুলিশ
- দাখিলের অষ্টম শ্রেণিতে বৃত্তির নীতিমালা প্রকাশ
- টেকনাফের গহীন পাহাড়ে জিম্মি থাকা ২৪ জনকে উদ্ধার
- বান্দরবানে তল্লাশি চালিয়ে অননুমোদিত কাঠ ও ফার্নিচার জব্দ
- কর্মস্থলে অনুপস্থিত থাকায় এসপি শাহ নূর বরখাস্ত
- মাভাবিপ্রবির ৩৪ কর্মচারীর দ্রুত নিয়োগ ও বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন
পার্বত্য তিন জেলায় হরতাল পালিত
রাঙামাটি ও খাগড়াছড়ি প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর