পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন গঠনের প্রতিবাদে পাঁচটি বাঙালি সংগঠনের ডাকে পার্বত্য তিন জেলায় গতকাল সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। রাঙামাটিতে ভোরে হরতালের সমর্থনে মাঠে নামে পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন, পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য গণপরিষদ, বাঙালি ছাত্র পরিষদ ও বাঙালি ছাত্রঐক্য পরিষদের নেতা-কর্মী-সমর্থকরা। শহরের বনরূপা, তবলছড়ি কলেজগেট, রিজার্ভ বাজার ও কাটালতলী সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। বিভিন্ন পয়েন্টে পিকেটিংও করা হয়। এ ছাড়া হরতালের কারণে রাঙামাটি-চট্টগ্রাম সড়কে দূরপাল্লার যানবাহন চলাচল করেনি। অভ্যন্তরীণ নৌপথে ছেড়ে যায়নি লঞ্চ। অফিস-আদালত, স্কুল-কলেজ খোলা থাকলেও উপস্থিতি কম ছিল। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরে মোতায়েন ছিল অতিরিক্ত পুলিশ। এদিকে খাগড়াছড়িতে হরতালের কারণে থেমে যায় জীবনযাত্রা। দোকানপাট বন্ধ ছিল। পিকেটাররা হরতাল চলাকালে বিভিন্ন মোড়ে সক্রিয় ছিল। সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে তারা। ঢাকা থেকে ছেড়ে আসা নাইট কোচগুলো পুলিশি পাহারায় খাগড়াছড়ি পৌঁছে। আটকা পড়ে খাগড়াছড়িতে আসা শত শত পর্যটক। জেলায় সবধরনের যানবাহন বন্ধ ছিল। শহরে রিকশা, সাইকেলও চলতে দেয়নি পিকেটাররা। বিকালে শাপলা চত্বরে প্রতিবাদ সমাবেশ করে। উল্লেখ্য, গত ১ আগস্ট পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইনের খসড়া নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভায়। ৮ আগস্ট রাষ্ট্রপতি এই আইনে স্বাক্ষর করেন এবং ৯ তারিখ গেজেট প্রকাশ হয়। এই আইন বাতিলের দাবিতে ৯ ও ১০ আগস্ট তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতালসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছিল।
শিরোনাম
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা