পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন গঠনের প্রতিবাদে পাঁচটি বাঙালি সংগঠনের ডাকে পার্বত্য তিন জেলায় গতকাল সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। রাঙামাটিতে ভোরে হরতালের সমর্থনে মাঠে নামে পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন, পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য গণপরিষদ, বাঙালি ছাত্র পরিষদ ও বাঙালি ছাত্রঐক্য পরিষদের নেতা-কর্মী-সমর্থকরা। শহরের বনরূপা, তবলছড়ি কলেজগেট, রিজার্ভ বাজার ও কাটালতলী সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। বিভিন্ন পয়েন্টে পিকেটিংও করা হয়। এ ছাড়া হরতালের কারণে রাঙামাটি-চট্টগ্রাম সড়কে দূরপাল্লার যানবাহন চলাচল করেনি। অভ্যন্তরীণ নৌপথে ছেড়ে যায়নি লঞ্চ। অফিস-আদালত, স্কুল-কলেজ খোলা থাকলেও উপস্থিতি কম ছিল। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরে মোতায়েন ছিল অতিরিক্ত পুলিশ। এদিকে খাগড়াছড়িতে হরতালের কারণে থেমে যায় জীবনযাত্রা। দোকানপাট বন্ধ ছিল। পিকেটাররা হরতাল চলাকালে বিভিন্ন মোড়ে সক্রিয় ছিল। সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে তারা। ঢাকা থেকে ছেড়ে আসা নাইট কোচগুলো পুলিশি পাহারায় খাগড়াছড়ি পৌঁছে। আটকা পড়ে খাগড়াছড়িতে আসা শত শত পর্যটক। জেলায় সবধরনের যানবাহন বন্ধ ছিল। শহরে রিকশা, সাইকেলও চলতে দেয়নি পিকেটাররা। বিকালে শাপলা চত্বরে প্রতিবাদ সমাবেশ করে। উল্লেখ্য, গত ১ আগস্ট পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইনের খসড়া নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভায়। ৮ আগস্ট রাষ্ট্রপতি এই আইনে স্বাক্ষর করেন এবং ৯ তারিখ গেজেট প্রকাশ হয়। এই আইন বাতিলের দাবিতে ৯ ও ১০ আগস্ট তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতালসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছিল।
শিরোনাম
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
- জকসু নির্বাচন উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি
- লক্ষ্মীপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
- হত্যাচেষ্টা মামলায় তাপস-কামরুলসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট
- নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে হবিগঞ্জে নৌ র্যালি
পার্বত্য তিন জেলায় হরতাল পালিত
রাঙামাটি ও খাগড়াছড়ি প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর