সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

স্বপ্নপুরীতে মানুষের ঢল

দিনাজপুর প্রতিনিধি

স্বপ্নপুরীতে মানুষের ঢল

স্বপ্নপুরীর গেটে দর্শনার্থীর ভিড়

ঈদ পার হলেও আমেজ কাটেনি। তাই উত্তরবঙ্গের বিনোদন কেন্দ্র স্বপ্নপুরীতে এখনো মানুষের ঢল। উত্তরবঙ্গের তেমন চিত্ত বিনোদনের স্থান না থাকায় সবাই এ স্বপ্নপুরীতেই ভিড় জমান। এ ছাড়াও দিনাজপুরের সিটি পার্ক, রামসাগর, রাজবাড়ী, বীরগঞ্জের নিরিবিলি সিংড়া ফরেস্টসহ বিভিন্ন বিনোদন কেন্দ্রের ভিড় লক্ষণীয়। পর্যটকরা স্বপ্নপুরীর গেটে এসে পৌঁছলে স্বাগত জানাতে দাঁড়িয়ে আছে দুটি বিশাল আকৃতির পরীর প্রতিকৃতি মূর্তি। এ দুটি পরী তাদের দুডানা প্রসারিত করে ও একহাত উঁচু করে গেটের দুপাশে দাঁড়িয়ে রয়েছে। গেট পেরিয়ে পথের দুধারে বিভিন্ন গাছের সমারোহ। চোখে পড়বে পথের দুধারে সারি সারি দেবদারু গাছ। গাছের দুপাশে আবার নারিকেল গাছের সারি। এখানে রয়েছে কৃত্রিম হ্রদ, পাহাড়, লেক, উদ্যান, বৈচিত্র্যপূর্ণ গাছ-গাছালি ও ফুলের সমারোহ, শিশু পার্ক, চিড়িয়াখানা, কৃত্রিম পশুপাখি, ফুলবাগিচা, ইটখোলা, কৃত্রিম ঝরণা, ঘোড়ার রথ, হংসরাজ সাম্পান, শালবাগান, খেলামঞ্চ, নামাজঘর। যেন এক মোহন-মায়াবী স্বপ্নিল ভুবন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর