শুক্রবার, ১৪ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

এক পলক

রিকশাশ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরের টঙ্গীতে মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলতে বাধা দেওয়ায় গতকাল বিক্ষোভ করেছেন রিকশাশ্রমিকরা। মিছিলটি টঙ্গী আউচপাড়া, কলেজগেট, চেরাগ আলী, স্টেশন রোড, টঙ্গী-কালিগঞ্জ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় এমপির বাড়ির সামনে গিয়ে শেষ হয়। শ্রমিকরা জানান, কয়েক দিন ধরে সড়ক দিয়ে চলাচলের সময় পুলিশ গাড়ির ব্যাটারি কিংবা গাড়ি আটকে রেকার বিল করে। ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা বলেন, যানজট এড়াতে ব্যাটারিচালিত অটোরিকশা মহাসড়কে চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে।

—টঙ্গী প্রতিনিধি

বিএনপি নেতার মুক্তি দাবি

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলের নিঃশর্ত মুক্তির দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল। গতকাল শহরের নবাববাড়ী রোডে সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি শাহ মো. মেহেদী হাসান হিমু। বক্তব্য দেন ভিপি সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন চাঁন, মোহাম্মদ শোকরানা, মাহবুব হাসান লেমন প্রমুখ। —নিজস্ব প্রতিবেদক, বগুড়া

জেলারের বিরুদ্ধে মামলা

মেহেরপুর কারাগারে নানা দুর্নীতি ও বন্দী নির্যাতনের ঘটনায় জেলার শেখ আখতার হোসেনসহ তিন কারারক্ষীর বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল দুপুরে এক বন্দীর ভাই মেহেরপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন। মামলায় অপর তিন আসামি হলেন— প্রধান কারারক্ষী আলামিন হোসেন, কারারক্ষী সোলাইমান ও মামুন হোসেন।  —মেহেরপুর প্রতিনিধি

ভাঙন প্রতিরোধে সমাবেশ

কুড়িগ্রামের রৌমারীতে নদীভাঙন রোধ করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রৌমারী নদীভাঙন প্রতিরোধ আন্দোলন বাস্তবায়ন কমিটির আয়োজনে কর্মসূচিতে কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, শিক্ষক, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।  পরে উপজেলা চত্বরে আবদুল কাদেরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন রুহুল আমিন এমপি, জাকির হোসেন এমপি, রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান, আওয়ামী লীগ নেতা রেজাউল ইসলাম মিনু।

—কুড়িগ্রাম প্রতিনিধি

বরইতলা গণহত্যা দিবস

কিশোরগঞ্জের বরইতলা গণহত্যা দিবস গতকাল পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ স্থানীয় বিভিন্ন সংগঠন শহীদদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। ১৯৭১ সালের এ দিনে সদর উপজেলার বরইতলা এলাকায় ৩৬৫ জন নিরীহ গ্রামবাসীকে হত্যা করেছিল পাকবাহিনী ও তাদের দোসর রাজাকার-আলবদররা। জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আসাদ উল্লাহ বরইতলা গণহত্যায় শহীদদের পুনর্বাসন এবং ঘাতকদের বিচার দাবি করেছেন। —কিশোরগঞ্জ প্রতিনিধি

মদ খেয়ে মৃত্যু

রাজশাহী মহানগরীতে বিষাক্ত মদ পান করে প্রভাত মণ্ডল (৪০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের বাড়ি নগরীর বোয়ালিয়া থানার রাজারহাতা এলাকায়। গতকাল সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর অসুস্থ সুখেন মণ্ডল (৪৫) ও ডাবলু মণ্ডলকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বোয়ালিয়া থানার ওসি জানান,  এ বিষয়ে খোঁজ নেওয়ার জন্য পুলিশ পাঠানো হয়েছে।

—নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর