শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

রূপগঞ্জে সংঘর্ষে আহত ৪

রূপগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রেকার চাঁদাবাজিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে পরিবহন শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে পুলিশের এএসআইসহ চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গোলাকান্দাইল চৌরাস্তা এলাকায় ঘটে এ ঘটনা। জানা গেছে, গোলাকান্দাইল চৌরাস্তা এলাকায় রেকার চালক সেকান্দার ব্যাটারিচালিত অটোরিকশা আটক করে চালক হিরোর কাছে দুই হাজার টাকা চাঁদা দাবি করেন। তবে হিরো এক হাজার টাকা দিতে স্বীকার করেন। কিন্তু দুই হাজার টাকাই দিতে হবে বলে সাফ জানিয়ে দেন সেকান্দার। এ নিয়ে সেকান্দারের সঙ্গে অটোচালক হিরো ও মালিক বিপ্লবের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে রেকার চালক সেকান্দার ও ট্রাফিক পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ওয়াসিম মিলে হিরো ও বিপ্লবকে পিটিয়ে গুরুতর আহত করে। তাদের উদ্ধার করতে গেলে স্থানীয় পরিবহন শ্রমিকদের ওপরও চড়াও হয় পুলিশ। এতে এএসআই ওয়াসিম ও রেকার চালক সেকান্দারকে পিটিয়ে আহত করা হয়। পরে দুই পক্ষের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। পুলিশকে মারধর করার অভিযোগে অটোরিকশা মালিক বিপ্লবকে আটক করা হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর