শনিবার, ১১ মার্চ, ২০১৭ ০০:০০ টা

দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ

প্রতিদিন ডেস্ক

দেশের বিভিন্ন জেলা-উপজেলায় দুর্নীতি প্রতিরোধে শপথ নিয়েছেন শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষ। স্থানীয় প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন গতকাল মানববন্ধন, আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করে। প্রতিনিধিদের পাঠানো খবর—

নরসিংদী : জেলা পলাশে ২৭ কিলোমিটারজুড়ে বিশাল মানববন্ধনে উপজেলার ৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৯ হাজার শিক্ষার্থী, শিক্ষক, জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতাকর্মী ও স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেন। এর আগে পলাশ থানা সদর উচ্চ বিদ্যালয় মাঠে দুর্নীতি প্রতিরোধে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস। লালমনিরহাট : জেলা শহরের মিশনমোড় চত্বরে মানববন্ধনে জেলা প্রশাসক আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বীরপ্রতীকসহ শিক্ষার্থী, শিক্ষক, সরকারী দপ্তরের কর্মকর্তা ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। দুর্নীতি বিরোধী শপথ পাঠ করান প্রণব কুমার বিশ্বাস।

নীলফামারী : জেলার সৈয়দপুরে মানববন্ধনে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার দেড় সহস্রাধিক ছাত্র-ছাত্রী অংশ নেন। চাঁপাইনবাবগঞ্জ : জেলার বিভিন্ন বিদ্যালয়ের ২ হাজার ছাত্রী-ছাত্রী দুর্নীতি প্রতিরোধে শপথবাক্য পাঠ করেন। শপথবাক্য পাঠ করান চাঁপাইবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ।  কিশোরগঞ্জ : কিশোরগঞ্জে তিন হাজার মানুষের অংশগ্রহণে দুর্নীতিবিরোধী মানববন্ধন ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস।

ব্রাহ্মণবাড়িয়া : জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে প্রধান অতিথি থেকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। পরে প্রায় এক কিলোমিটার দীর্ঘ মানববন্ধনে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং সামাজিক  সংগঠনের নেতারা অংশ নেন। টাঙ্গাইল : জেলার মধুপুরে মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মাহবুব হোসেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। উপজেলার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বাগেরহোট : জেলা ও ৯টি উপজেলায় একযোগে দুর্নীতি বিরোধী মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। দুর্নীতি প্রতিরোধে বক্তৃতা করেন জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসসহ অন্যান্য কমকর্তা।

শরীয়তপুর :  জেলা প্রশাসকের বাসভবন সংলগ্ন সড়ক থেকে উত্তর বাজার পর্যন্ত দুই কি.মি. দীর্ঘ মানববন্ধনে প্রায় ৫ হাজার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মাহমুদুল হোসাইন খানসহ অন্যান্য কর্মকর্তা। শ্রীপুর (গাজীপুর) : গাজীপুরের শ্রীপুরে এক কিলোমিটার মানবপ্রাচীর রচনা করা হয়। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এসএম আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার প্রমুখ।

নোয়াখালী : জিলা স্কুলের সামনে মাবনবন্ধনে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ড. মাহে আলমসহ অন্যান্য কর্মকর্তা। পঞ্চগড় : জেলা শহরের ঢাকা-বাংলাবান্ধা মহাসড়কের পাশে শের-ই-বাংলা পার্ক মোড়ে মানববন্ধনে প্রফেসর আবু জেকেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল প্রমুখ। নারায়ণগঞ্জ : উপজেলার ৭টি স্কুলের প্রায় ১০ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেস। বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী হাবীবের সভাপতিত্বে মানববন্ধন ও শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জসিম উদ্দিন হায়দার।

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে কর্মসূচির উদ্বোধন ও শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আবু নূর মোহাম্মদ সামসুজ্জামান। বক্তব্য রাখেন, পুলিশ সুপার মিরাজ উদ্দীন আহমেদ, উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দীন আহমেদ, পৌরমেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্রেনজন চাম্বুগং, দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক শেখ গোলাম মওলা, জেলা শিক্ষা কর্মকর্তা শফী উল্লাহ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মুসা, সাংবাদিক হেলাল আহমেদ প্রমুখ।

সর্বশেষ খবর