শনিবার, ১৮ মার্চ, ২০১৭ ০০:০০ টা

প্রকৃত হিজড়ারা প্রশিক্ষণ পাচ্ছে না

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে প্রকৃত হিজড়ারা পাচ্ছে না আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য প্রশিক্ষণ। অভিযোগ উঠেছে সমাজসেবা দপ্তরের কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তা নকল হিজড়া সাজিয়ে যেনতেন প্রশিক্ষণ দিয়ে টাকা আত্মসাতের পাঁয়তারা চালাচ্ছেন। ঘটনাটি নিয়ে প্রকৃত হিজড়াদের মধ্যে অসন্তোষ ও উত্তেজনা বিরাজ করছে।

ঝিনাইদহ সিভিল সার্জন রাশেদা সুলতানা বলেন, আমি এখানে নতুন এসেছি। এ বিষয়ে আমি কিছুই জানি না। ঝিনাইদহ জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবদুল মতিনের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, যারা সিভিল সার্জন অফিস থেকে হিজড়ার সার্টিফিকেট এনেছেন তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। এখানে কোন দুর্নীতি করা হচ্ছে না।

সর্বশেষ খবর