বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা
চলন্ত বাসে ধর্ষণ ও হত্যা

অভিযোগ গঠনের শুনানি হয়নি

টাঙ্গাইল প্রতিনিধি

আসামিপক্ষের সময়ের আবেদন আদালত মঞ্জুর করায় মধুপুরে চলন্ত বাসে আইন কলেজের শিক্ষার্থী রূপা খাতুন ধর্ষণ ও হত্যা মামলার অভিযোগপত্র গঠনের শুনানি হয়নি। এবার নিয়ে দ্বিতীয়বারের মতো অভিযোগ গঠনের শুনানি পেছাল। গতকাল টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ শুনানি হওয়ার কথা ছিল।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) এ কে এম নাছিমুল আক্তার জানান, ২৫ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবদুল মান্নান অভিযোগপত্র গ্রহণ করেন। গতকাল এ মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। আসামিদের আইনজীবী শামীম চৌধুরী আদালতে উপস্থিত ছিলেন না। তার পক্ষ থেকে আদালতের  কাছে সময় প্রার্থনা করা হয়।  অভিযোগ গঠনের শুনানির জন্য ২৯ নভেম্বর পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে। প্রসঙ্গত, ২৫ আগস্ট বগুড়া থেকে ময়মনসিংহ যাওয়ার পথে রূপা খাতুনকে চলন্ত বাসে পরিবহন শ্রমিকরা ধর্ষণের পর হত্যা করে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর