শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় বাবা মেয়েসহ নিহত ৭

প্রতিদিন ডেস্ক

নাটোর, নরসিংদী, কক্সবাজারের চকরিয়া, গাজীপুরের শ্রীপুর ও দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৪ জন। গতকাল এ সব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর— নাটোর : জেলা শহরের কান্দিভিটা এলাকায় নাটোর-রাজশাহী বাইপাস সড়কে গতকাল বাসচাপায় বাবা-মেয়ের মৃত্যু হয়েছে।  নিহতরা হলেন— নুরুল ইসলাম (৪২) ও তার মেয়ে মুরশেদা খাতুন (১২)। এ ঘটনায় আহত হয়েছেন নুরুলের আরেক শিশু সন্তান তামিম (৪)। তাকে রাজশাহী মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয়রা জানান, বিকালে নুরুল ইসলাম তার দুই সন্তান নিয়ে বনবেলঘড়িয়া থেকে দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিলেন। কান্দিভিটা এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি বাস তাদের চাপা দেয়। নরসিংদী : ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর বড়ইতলায় গতকাল সকালে রেকার-লেগুনা সংঘর্ষে শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন থার্মেক্স গ্রুপের শ্রমিক-পথচারীসহ ১৫ জন। নিহতরা হলেন— নরসিংদী ভেলানগরের রিপন মিয়ার ছেলে জিহাদ (১০) ও থার্মেক্স গ্রুপের আদুরি এপারেলসের সেম্পল বিভাগের শ্রমিক ইয়াসিন আরাফাত (২৮)। দুর্ঘটনার পর শ্রমিক ও জনতা কয়েকটি বাস, প্রাইভেট কার ভাঙচুর ও রেকারটিতে আগুন ধরিয়ে দেন। চকরিয়া : কক্সবাজারের চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া ফাঁসিয়ার ঝনঝনি ব্রিজ পয়েন্ট ও চকরিয়া-মহেশখালী সড়কের কোরালখালী এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে। নিহতরা হলেন চকরিয়া উপজেলার জয়নাল আবেদিনের ছেলে চকরিয়া সরকারী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মোহাম্মদ বেলাল উদ্দিন (২০) ও ফাঁসিয়াখালী ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়ার নুরু মাঝির ছেলে  জাকারিয়া (৪০)। আহতরা হলেন নুরুল আলম, মোহাম্মদ হোসেন ও শফিকুর রহমান (৪৫)। শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরে ট্রাকচাপায় মর্জিনা (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি নওগাঁ রাণীনগর উপজেলার সিমবা গ্রামের খবির উদ্দিন কাজীর দ্বিতীয় স্ত্রী। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গতকাল সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

দিনাজপুর : দিনাজপুর-বগুড়া মহাসড়কের ফুলবাড়ীতে পিকনিক বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ১৫ শিক্ষার্থী আহত হয়েছেন। ফুলবাড়ী ছোট যমুনা নদীর বড় ব্রিজ এলাকায় গতকাল এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে শিউলী, কেয়া, হাসিনা, আফরোজা ও সাথীকে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর