মাদারীপুরের শিবচরে ব্যবসায়ী সোহেল মল্লিককে হত্যার দায়ে তার আপন তিন মামা ও সৎ ভাইয়ের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। গতকাল দুপুরে মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরিফ উদ্দিন আহম্মদ এই আদেশ প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করে মাদারীপুর আদালতের পিপি অ্যাডভোকেট এমরান লতিফ বলেন, হত্যা মামলায় চারজনের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। বর্তমানে আসামিরা পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতেই রায় ঘোষণা করা হয়। মামলার বিবরণে জানা গেছে, সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের জের ধরে ২০১৩ সালের ৮ আগস্ট রাতে সোহেল মল্লিককে কুপিয়ে হত্যা করা হয়। নিহত ব্যবসায়ী সোহেল শিবচরের বহেরাকান্দি ইউনিয়নের জাদুয়ারচর গ্রামের সিদ্দিক মল্লিকের ছেলে। এ ঘটনায় পর দিন শিবচর থানায় নিহতের বাবা সিদ্দিক মল্লিক বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলায় সোহেলের আপন তিন মামা খালেক হাওলাদার, মিজানুর রহমান, শাহিন হাওলাদার ও সৎ ভাই আল-আমিন খানকে আসামি করা হয়। পুলিশ তদন্ত শেষে চারজনের বিরুদ্ধে চার্জশিট প্রদান করে। মামলায় আসামিদের গ্রেফতার করা হলেও জামিন নিয়ে বর্তমানে তারা পলাতক রয়েছেন। রায়ে সন্তোষ প্রকাশ করে বাদী সিদ্দিক মল্লিক বলেন, রায় দ্রুত কার্যকর হোক এ দাবি জানাই। নিহতের মা হেলেনা বেগম বলেন, আমার এক ছেলেকে হত্যা করেছে অপর ছেলে এবং আমার তিন ভাই। আমি এক ছেলেকে হারিয়েছি তবুও অপর ছেলে যেহেতু অন্যায়ভাবে অন্য ছেলেকে খুন করেছে তাই তার বিচার হোক এ দাবি জানাই।
শিরোনাম
- বাড়িতে ঢুকে পড়ছে ভালুক, সেনা মোতায়েন
- বন্যায় ডুবতে পারে এশিয়ার যে দেশ, জারি সতর্কতা
- ডিজিটালেই ভবিষ্যৎ: নতুন উচ্চতায় নিউইয়র্ক টাইমসের আয়
- সরকার না পারলেও বিএনপি নির্বাচনের আবহ তৈরি করতে পেরেছে : জিল্লুর রহমান
- যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে গিয়ে বিপদে অ্যাঞ্জেলিনা
- সংগীতের ইতিহাসে নতুন অধ্যায়, পর্দায় ফিরছেন মাইকেল জ্যাকসন
- ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাজাখস্তান
- কীভাবে চালু করবেন ফোনে ভিওএলটিই ফিচার
- ধ্বংসস্তূপে পরিণত ফিলিপাইন, এবার বিপর্যয়ের মুখে ভিয়েতনাম
- ইরানে ইসরায়েলি হামলায় জড়িত থাকার কথা স্বীকার করলেন ট্রাম্প
- এবার ভিয়েতনামে তাণ্ডব চালাচ্ছে কালমেগি
- দুই বছরের লড়াই শেষে যুদ্ধবিরতিতে সম্মত আরএসএফ
- চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
- সিরিয়ার প্রেসিডেন্ট শারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ
- জুলাই সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়নের আহ্বান বিএনপির
- আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি
- দুই ভাইয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ
- জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি-পদায়ন আপাতত বন্ধ
- জকসু’র খসড়া ভোটার তালিকা প্রকাশ, মোট ভোটার ১৬৩৬৫
- আফগানিস্তানে ফের গোলাবর্ষণ পাকিস্তানের
ব্যবসায়ী হত্যায় চারজনের ফাঁসি
মাদারীপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর