বরিশাল ও নওগাঁয় দুই গৃহবধূ খুন হয়েছেন। এছাড়া ময়মনসিংহ ও গাজীপুরে দুই লাশ উদ্ধার করা হয়েছে। বরিশাল সদর উপজেলার জাগুয়া হরিনাফুলিয়া এলাকার হাওলাদার বাড়িতে দুই সন্তানের জননী নূপুর বেগম (৪০) খুন হয়েছেন। নিহতের পরিবারের অভিযোগ— নূপুর দীর্ঘ দুই যুগ শারীরিক নির্যাতনের শিকার হন। অবশেষে মামুন হাওলাদার তাকে পিটিয়ে হত্যা করল। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে। পরে মামুন তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে আত্মগোপন করেছে বলে জানায় পরিবার। বরিশাল মর্গে ময়না তদন্ত শেষে গতকাল লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মামুন পেশায় অটোরিকশা চালক। নিহত নূপুর ঝালকাঠির গাভারামচন্দ পুর এলাকার মৃত সত্তার মল্লিকের মেয়ে। তাদের সংসারে একটি মেয়ে ও একটি ছেলে রয়েছে। নিহত নূপুরের পাঁচ বছর বয়সী মেয়ে মোহনা জানায়, গত বুধবার রাতে তার মাকে লাঠি দিয়ে পেটাতে থাকে তার বাবা। মায়ের ডাক-চিৎকারে তার ঘুম ভেঙে গেলেও বাবা-মায়ের কক্ষের দরজা বন্ধ থাকায় সে তাদের কাছে যেতে পারেনি। পরদিন বৃহস্পতিবার পার্শ্ববর্তী লোকজন নূপুরের ভাই ইলিয়াসকে মুঠোফোনে খবর দেয়। ইলিয়াস ঘটনাস্থলে গিয়ে বিষয়টি পুলিশকে অবহিত করলে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এদিকে নওগাঁর মান্দায় পানির ট্যাংকি থেকে সজনী খাতুন (২৮) নামে অন্ত:সত্ত্বা এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার ভালাইন ইউনিয়নের চকভালাইন হঠাৎপাড়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত গৃহবধূ ওই গ্রামের ওয়াজেদ আলীর স্ত্রী। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে। ময়মনসিংহ : হালুয়াঘাট উপজেলার দক্ষিণ মণিকুড়া এলাকার একটি ধানক্ষেত থেকে থানা পুলিশ এক যুবকের লাশ উদ্ধার করেছে। শুক্রবার দুপুর ১টার দিকে পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৪৫ বছর। নিহত যুবকের পরনে নীলবর্ণের লুঙ্গি ও সাদা-নীল রংয়ের শার্ট ছিল। গাজীপুর : গাজীপুর সিটি করপোরেশনের মাধবপুর এলাকা থেকে হাজেরা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত বৃদ্ধার গলা, মাথা, ও কানে আঘাতের চিহ্ন রয়েছে।
শিরোনাম
- এনসিপি’র মনোনয়ন ফরম সংগ্রহের সময়সীমা বাড়ানো হলো
- জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের প্রথম পুনর্মিলনী উদযাপিত
- ছাত্রদের যৌন হয়রানির অভিযোগে ঢাবি অধ্যাপক আটক
- কুষ্টিয়া-১ আসনে এনসিপির মনোনয়ন নিলেন নুসরাত
- আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না : প্রধান উপদেষ্টা
- টাকার বস্তা নিয়ে হাসিনা তার আত্মীয়-স্বজনকে ভাগিয়ে দিয়েছে : এ্যানি
- ঢাকা ও আশপাশের জেলায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
- বিচারকের ছেলে তাওসিফের মৃত্যু অতিরিক্ত রক্তক্ষরণে : ময়নাতদন্তকারী চিকিৎসক
- পরমাণু সাবমেরিন তৈরির ব্যাপারে সম্মত দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্র
- গণভোটে আইন প্রণয়ন হয়ে যাবে না, সেজন্য সংসদ গঠিত হতে হবে : সালাহউদ্দিন
- কিয়েভে ক্ষেপণাস্ত্র-ড্রোনের বড় হামলা চালিয়েছে রাশিয়া
- জেমস ও পাকিস্তানের আলী আজমতের কনসার্ট স্থগিত
- সংবিধান সংশোধনে ক্ষুব্ধ হয়ে পাকিস্তান সুপ্রিম কোর্টের দুই বিচারপতির পদত্যাগ
- সমবায় অধিদপ্তরের নতুন ডিজি ইসমাইল হোসেন
- জাপোরিঝিয়ায় সম্মুখযুদ্ধের সৈন্যদের সঙ্গে দেখা করলেন জেলেনস্কি
- রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা
- কাঠামোগত সংস্কারে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি : আইএমএফ
- ট্রাম্পের কাছে তথ্যচিত্রের জন্য ক্ষমা চেয়েছে বিবিসি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ
- বিমানবন্দর এলাকার দুই জায়গায় ককটেল বিস্ফোরণ
বরিশাল নওগাঁয় দুই গৃহবধূ খুন
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর