বরিশাল ও নওগাঁয় দুই গৃহবধূ খুন হয়েছেন। এছাড়া ময়মনসিংহ ও গাজীপুরে দুই লাশ উদ্ধার করা হয়েছে। বরিশাল সদর উপজেলার জাগুয়া হরিনাফুলিয়া এলাকার হাওলাদার বাড়িতে দুই সন্তানের জননী নূপুর বেগম (৪০) খুন হয়েছেন। নিহতের পরিবারের অভিযোগ— নূপুর দীর্ঘ দুই যুগ শারীরিক নির্যাতনের শিকার হন। অবশেষে মামুন হাওলাদার তাকে পিটিয়ে হত্যা করল। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে। পরে মামুন তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে আত্মগোপন করেছে বলে জানায় পরিবার। বরিশাল মর্গে ময়না তদন্ত শেষে গতকাল লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মামুন পেশায় অটোরিকশা চালক। নিহত নূপুর ঝালকাঠির গাভারামচন্দ পুর এলাকার মৃত সত্তার মল্লিকের মেয়ে। তাদের সংসারে একটি মেয়ে ও একটি ছেলে রয়েছে। নিহত নূপুরের পাঁচ বছর বয়সী মেয়ে মোহনা জানায়, গত বুধবার রাতে তার মাকে লাঠি দিয়ে পেটাতে থাকে তার বাবা। মায়ের ডাক-চিৎকারে তার ঘুম ভেঙে গেলেও বাবা-মায়ের কক্ষের দরজা বন্ধ থাকায় সে তাদের কাছে যেতে পারেনি। পরদিন বৃহস্পতিবার পার্শ্ববর্তী লোকজন নূপুরের ভাই ইলিয়াসকে মুঠোফোনে খবর দেয়। ইলিয়াস ঘটনাস্থলে গিয়ে বিষয়টি পুলিশকে অবহিত করলে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এদিকে নওগাঁর মান্দায় পানির ট্যাংকি থেকে সজনী খাতুন (২৮) নামে অন্ত:সত্ত্বা এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার ভালাইন ইউনিয়নের চকভালাইন হঠাৎপাড়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত গৃহবধূ ওই গ্রামের ওয়াজেদ আলীর স্ত্রী। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে। ময়মনসিংহ : হালুয়াঘাট উপজেলার দক্ষিণ মণিকুড়া এলাকার একটি ধানক্ষেত থেকে থানা পুলিশ এক যুবকের লাশ উদ্ধার করেছে। শুক্রবার দুপুর ১টার দিকে পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৪৫ বছর। নিহত যুবকের পরনে নীলবর্ণের লুঙ্গি ও সাদা-নীল রংয়ের শার্ট ছিল। গাজীপুর : গাজীপুর সিটি করপোরেশনের মাধবপুর এলাকা থেকে হাজেরা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত বৃদ্ধার গলা, মাথা, ও কানে আঘাতের চিহ্ন রয়েছে।
শিরোনাম
- রাতে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
- নিয়ন্ত্রণ হারিয়ে শপিং কমপ্লেক্সে অটোরিকশা, আহত ২
- চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় নারীর মৃত্যু, আহত ২
- পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, গ্রেপ্তার ১১
- ভূমিকম্প আতঙ্কে ৬ দিনের জন্য বন্ধ জবি
- বিশ্বের বিভিন্ন স্থানে ২৪ ঘণ্টায় ৯৪ ভূমিকম্প
- বিশাল জয়ে মুশফিকের শততম টেস্ট রাঙালো বাংলাদেশ
- ঢাবির প্রভোস্ট কমিটির জরুরি সভায় তিন সিদ্ধান্ত
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮
- নতুন করে ন্যান্সি-ইমরান গাইলেন সেই কালজয়ী গান
- খুচরা সার ডিলার বহাল রাখার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন
- শেখ হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে পৃথক তিন মামলার রায় ২৭ নভেম্বর
- কুলাউড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ
- বগুড়ায় ট্রাক চাপায় অটোরিকশা চালক নিহত
- টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- রাজশাহীতে মাদকসহ ৬ কারবারি গ্রেপ্তার
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১০৪৫ মামলা
- ৪৮ ঘন্টার জন্য দেশের জ্বালানি কূপগুলোতে ড্রিলিং কার্যক্রম বন্ধ
- হবিগঞ্জে কৃষককে কুপিয়ে হত্যা
- শেখ হাসিনা-রেহানার মামলার যুক্তিতর্ক ২৫ নভেম্বর
বরিশাল নওগাঁয় দুই গৃহবধূ খুন
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর