বরিশাল ও নওগাঁয় দুই গৃহবধূ খুন হয়েছেন। এছাড়া ময়মনসিংহ ও গাজীপুরে দুই লাশ উদ্ধার করা হয়েছে। বরিশাল সদর উপজেলার জাগুয়া হরিনাফুলিয়া এলাকার হাওলাদার বাড়িতে দুই সন্তানের জননী নূপুর বেগম (৪০) খুন হয়েছেন। নিহতের পরিবারের অভিযোগ— নূপুর দীর্ঘ দুই যুগ শারীরিক নির্যাতনের শিকার হন। অবশেষে মামুন হাওলাদার তাকে পিটিয়ে হত্যা করল। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে। পরে মামুন তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে আত্মগোপন করেছে বলে জানায় পরিবার। বরিশাল মর্গে ময়না তদন্ত শেষে গতকাল লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মামুন পেশায় অটোরিকশা চালক। নিহত নূপুর ঝালকাঠির গাভারামচন্দ পুর এলাকার মৃত সত্তার মল্লিকের মেয়ে। তাদের সংসারে একটি মেয়ে ও একটি ছেলে রয়েছে। নিহত নূপুরের পাঁচ বছর বয়সী মেয়ে মোহনা জানায়, গত বুধবার রাতে তার মাকে লাঠি দিয়ে পেটাতে থাকে তার বাবা। মায়ের ডাক-চিৎকারে তার ঘুম ভেঙে গেলেও বাবা-মায়ের কক্ষের দরজা বন্ধ থাকায় সে তাদের কাছে যেতে পারেনি। পরদিন বৃহস্পতিবার পার্শ্ববর্তী লোকজন নূপুরের ভাই ইলিয়াসকে মুঠোফোনে খবর দেয়। ইলিয়াস ঘটনাস্থলে গিয়ে বিষয়টি পুলিশকে অবহিত করলে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এদিকে নওগাঁর মান্দায় পানির ট্যাংকি থেকে সজনী খাতুন (২৮) নামে অন্ত:সত্ত্বা এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার ভালাইন ইউনিয়নের চকভালাইন হঠাৎপাড়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত গৃহবধূ ওই গ্রামের ওয়াজেদ আলীর স্ত্রী। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে। ময়মনসিংহ : হালুয়াঘাট উপজেলার দক্ষিণ মণিকুড়া এলাকার একটি ধানক্ষেত থেকে থানা পুলিশ এক যুবকের লাশ উদ্ধার করেছে। শুক্রবার দুপুর ১টার দিকে পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৪৫ বছর। নিহত যুবকের পরনে নীলবর্ণের লুঙ্গি ও সাদা-নীল রংয়ের শার্ট ছিল। গাজীপুর : গাজীপুর সিটি করপোরেশনের মাধবপুর এলাকা থেকে হাজেরা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত বৃদ্ধার গলা, মাথা, ও কানে আঘাতের চিহ্ন রয়েছে।
শিরোনাম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- সাবেক সংস্কৃতিমন্ত্রী নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব
- ৩ জেলার ডিসিকে প্রত্যাহার
- প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ
- দিনাজপুরে আগাম জাতের সবজি চাষে ব্যস্ত কৃষক
- কেরালায় ভয়ঙ্কর হয়ে উঠেছে মস্তিষ্ক-খেকো অ্যামিবা, নয় মাসে মৃত্যু ১৭
- আখাউড়ায় বিজয় ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ২
- রশিদপুরের পুরনো কূপ থেকে নতুন করে গ্যাস সঞ্চালন শুরু
- শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বিজিএমইএ’র বৈঠক
- সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার
- খোলাহাটীতে পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের দাবিতে মানববন্ধন
- নওগাঁয় গাঁজাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার
- যে পাঁচ কারণে জেন-জি আন্দোলন সামাল দিতে ব্যর্থ হয় নেপাল
বরিশাল নওগাঁয় দুই গৃহবধূ খুন
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর