বরিশাল ও নওগাঁয় দুই গৃহবধূ খুন হয়েছেন। এছাড়া ময়মনসিংহ ও গাজীপুরে দুই লাশ উদ্ধার করা হয়েছে। বরিশাল সদর উপজেলার জাগুয়া হরিনাফুলিয়া এলাকার হাওলাদার বাড়িতে দুই সন্তানের জননী নূপুর বেগম (৪০) খুন হয়েছেন। নিহতের পরিবারের অভিযোগ— নূপুর দীর্ঘ দুই যুগ শারীরিক নির্যাতনের শিকার হন। অবশেষে মামুন হাওলাদার তাকে পিটিয়ে হত্যা করল। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে। পরে মামুন তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে আত্মগোপন করেছে বলে জানায় পরিবার। বরিশাল মর্গে ময়না তদন্ত শেষে গতকাল লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মামুন পেশায় অটোরিকশা চালক। নিহত নূপুর ঝালকাঠির গাভারামচন্দ পুর এলাকার মৃত সত্তার মল্লিকের মেয়ে। তাদের সংসারে একটি মেয়ে ও একটি ছেলে রয়েছে। নিহত নূপুরের পাঁচ বছর বয়সী মেয়ে মোহনা জানায়, গত বুধবার রাতে তার মাকে লাঠি দিয়ে পেটাতে থাকে তার বাবা। মায়ের ডাক-চিৎকারে তার ঘুম ভেঙে গেলেও বাবা-মায়ের কক্ষের দরজা বন্ধ থাকায় সে তাদের কাছে যেতে পারেনি। পরদিন বৃহস্পতিবার পার্শ্ববর্তী লোকজন নূপুরের ভাই ইলিয়াসকে মুঠোফোনে খবর দেয়। ইলিয়াস ঘটনাস্থলে গিয়ে বিষয়টি পুলিশকে অবহিত করলে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এদিকে নওগাঁর মান্দায় পানির ট্যাংকি থেকে সজনী খাতুন (২৮) নামে অন্ত:সত্ত্বা এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার ভালাইন ইউনিয়নের চকভালাইন হঠাৎপাড়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত গৃহবধূ ওই গ্রামের ওয়াজেদ আলীর স্ত্রী। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে। ময়মনসিংহ : হালুয়াঘাট উপজেলার দক্ষিণ মণিকুড়া এলাকার একটি ধানক্ষেত থেকে থানা পুলিশ এক যুবকের লাশ উদ্ধার করেছে। শুক্রবার দুপুর ১টার দিকে পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৪৫ বছর। নিহত যুবকের পরনে নীলবর্ণের লুঙ্গি ও সাদা-নীল রংয়ের শার্ট ছিল। গাজীপুর : গাজীপুর সিটি করপোরেশনের মাধবপুর এলাকা থেকে হাজেরা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত বৃদ্ধার গলা, মাথা, ও কানে আঘাতের চিহ্ন রয়েছে।
শিরোনাম
- জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- বাড়িতে ঢুকে পড়ছে ভালুক, সেনা মোতায়েন
- বন্যায় ডুবতে পারে এশিয়ার যে দেশ, জারি সতর্কতা
- ডিজিটালেই ভবিষ্যৎ: নতুন উচ্চতায় নিউইয়র্ক টাইমসের আয়
- সরকার না পারলেও বিএনপি নির্বাচনের আবহ তৈরি করতে পেরেছে : জিল্লুর রহমান
- যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে গিয়ে বিপদে অ্যাঞ্জেলিনা
- সংগীতের ইতিহাসে নতুন অধ্যায়, পর্দায় ফিরছেন মাইকেল জ্যাকসন
- ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাজাখস্তান
- কীভাবে চালু করবেন ফোনে ভিওএলটিই ফিচার
- ধ্বংসস্তূপে পরিণত ফিলিপাইন, এবার বিপর্যয়ের মুখে ভিয়েতনাম
- ইরানে ইসরায়েলি হামলায় জড়িত থাকার কথা স্বীকার করলেন ট্রাম্প
- এবার ভিয়েতনামে তাণ্ডব চালাচ্ছে কালমেগি
- দুই বছরের লড়াই শেষে যুদ্ধবিরতিতে সম্মত আরএসএফ
- চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
- সিরিয়ার প্রেসিডেন্ট শারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ
- জুলাই সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়নের আহ্বান বিএনপির
- আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি
- দুই ভাইয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ
- জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি-পদায়ন আপাতত বন্ধ
- জকসু’র খসড়া ভোটার তালিকা প্রকাশ, মোট ভোটার ১৬৩৬৫