বরিশাল ও নওগাঁয় দুই গৃহবধূ খুন হয়েছেন। এছাড়া ময়মনসিংহ ও গাজীপুরে দুই লাশ উদ্ধার করা হয়েছে। বরিশাল সদর উপজেলার জাগুয়া হরিনাফুলিয়া এলাকার হাওলাদার বাড়িতে দুই সন্তানের জননী নূপুর বেগম (৪০) খুন হয়েছেন। নিহতের পরিবারের অভিযোগ— নূপুর দীর্ঘ দুই যুগ শারীরিক নির্যাতনের শিকার হন। অবশেষে মামুন হাওলাদার তাকে পিটিয়ে হত্যা করল। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে। পরে মামুন তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে আত্মগোপন করেছে বলে জানায় পরিবার। বরিশাল মর্গে ময়না তদন্ত শেষে গতকাল লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মামুন পেশায় অটোরিকশা চালক। নিহত নূপুর ঝালকাঠির গাভারামচন্দ পুর এলাকার মৃত সত্তার মল্লিকের মেয়ে। তাদের সংসারে একটি মেয়ে ও একটি ছেলে রয়েছে। নিহত নূপুরের পাঁচ বছর বয়সী মেয়ে মোহনা জানায়, গত বুধবার রাতে তার মাকে লাঠি দিয়ে পেটাতে থাকে তার বাবা। মায়ের ডাক-চিৎকারে তার ঘুম ভেঙে গেলেও বাবা-মায়ের কক্ষের দরজা বন্ধ থাকায় সে তাদের কাছে যেতে পারেনি। পরদিন বৃহস্পতিবার পার্শ্ববর্তী লোকজন নূপুরের ভাই ইলিয়াসকে মুঠোফোনে খবর দেয়। ইলিয়াস ঘটনাস্থলে গিয়ে বিষয়টি পুলিশকে অবহিত করলে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এদিকে নওগাঁর মান্দায় পানির ট্যাংকি থেকে সজনী খাতুন (২৮) নামে অন্ত:সত্ত্বা এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার ভালাইন ইউনিয়নের চকভালাইন হঠাৎপাড়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত গৃহবধূ ওই গ্রামের ওয়াজেদ আলীর স্ত্রী। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে। ময়মনসিংহ : হালুয়াঘাট উপজেলার দক্ষিণ মণিকুড়া এলাকার একটি ধানক্ষেত থেকে থানা পুলিশ এক যুবকের লাশ উদ্ধার করেছে। শুক্রবার দুপুর ১টার দিকে পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৪৫ বছর। নিহত যুবকের পরনে নীলবর্ণের লুঙ্গি ও সাদা-নীল রংয়ের শার্ট ছিল। গাজীপুর : গাজীপুর সিটি করপোরেশনের মাধবপুর এলাকা থেকে হাজেরা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত বৃদ্ধার গলা, মাথা, ও কানে আঘাতের চিহ্ন রয়েছে।
শিরোনাম
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
বরিশাল নওগাঁয় দুই গৃহবধূ খুন
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর