শনিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

প্রতিদিন ডেস্ক

চার জেলায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মীকে আটক করা হয়েছে। নাশকতার আশঙ্কায় নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদকে আটক করেছে ডিবি পুলিশ। শুক্রবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা তাকে জেলা শহরের হাউজিং এলাকা থেকে আটক করেন। নোয়াখালী পৌর বিএনপির সভাপতি আবু নাছের বলেন, ডাক্তার দেখিয়ে আসার পথে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে দায়ের করা সব মামলায় তিনি জামিনে রয়েছেন।  জেলা পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ বলেন, নাশকতার আশঙ্কায় তাকে আটক করা হয়েছে। সাতক্ষীরায় নাশকতার পরিকল্পনার অভিযোগে পৃথক দুটি অভিযানে জামায়াত ও বিএনপির পাঁচজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। আটকরা হলেন— হাবিবুর রহমান, আলি হায়দার, আশরাফুল, নজরুল ইসলাম ও আজহারুল ইসলাম। এদিকে বৃহস্পতিবার রাতে টাঙ্গাইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালকে আটক করেছে পুলিশ। এছাড়া সখীপুরে বিএনপির পাঁচ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- সখীপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী আবদুল গণি, পৌর যুবদলের সহ-সভাপতি সেন্টু মিয়া, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, সরকারি মুজিব কলেজ ছাত্রদলের সভাপতি একাব্বর হোসেন। অন্যদিকে উপজেলা বিএনপির একাংশের সভাপতি শাজাহান সাজুসহ বিএনপির শীর্ষ নেতাদের বাসায়ও পুলিশ অভিযান চালায়।  সখীপুর থানার ওসি বলেন, নাশকতার আশঙ্কায় বিএনপির পাঁচ নেতাকে গ্রেফতার করা হয়েছে।

সর্বশেষ খবর