১৭ দিন বন্ধ থাকার পর গতকাল বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সিএনএফ এজেন্ট ও শ্রমিকদের দ্বন্দ্বের কারণে এ বন্দরের আমদানি-রপ্তানি বন্ধ হয়ে গিয়েছিল।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শনিবার দীর্ঘ বৈঠকের পর সমস্যা সমাধানের সিদ্ধান্ত হয়। জেলা প্রশাসক জহিরুল ইসলাম বৈঠকে সভাপতিত্ব করেন। এ সময় বন্দরের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন বাংলাবান্ধা বন্দরের ট্রাফিক পরিচালক আনিছ আহম্মেদ, ল্যান্ড পোর্ট লি. মহাব্যবস্থাপক হাবিবুর রহমান, পুলিশ সুপার গিয়াস উদ্দীন আহমদ, বিজিবির লে. কর্নেল আল-হামিক মোহাম্মদ নওশাদ প্রমুখ। উল্লেখ্য বাংলাবান্ধা স্থলবন্দরে অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র ৩০ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সব কার্যক্রম বন্ধ ছিল।
 
                         
                                     
                                                             
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        