শুক্রবার, ১১ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

‘রাঙামাটিতে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে’

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটিতে খুব দ্রুত ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন, রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার। তিনি বলেন, রাঙামাটি মেডিকেল কলেজের জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। জমির সমস্যা সমাধান হয়ে গেলে কাজ শুরু করা হবে। ২০১৫ সালে সরকার পার্বত্যাঞ্চলে উচ্চ শিক্ষার প্রসারে এখানে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ চালু করেছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে মেডিকেল কলেজের প্রতিষ্ঠার পঞ্চম বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দীপংকর তালুকদার এসব কথা বলেন। রাঙামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. টিপু সুলতানের সভাপতিত্বে এতে রাঙামাটি রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রিয়াদ মেহমুদ, জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ, পুলিশ সুপার  মোহাম্মদ আলমগীর কবির, মেডিকেল কলেজের প্রকল্প পরিচালক ও রাঙামাটি সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর