কাল থেকে শুরু হচ্ছে টানা দিন দিনের ছুটি। বৃহস্পতিবার ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস আর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। সব মিলিয়ে ছুটির তিনটি দিন কাটাতে পর্যটন শহর রাঙামাটিতে দর্শনার্থীর ঢল নামবে এমনটাই আশা স্থানীয় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। এ চিন্তা মাথায় রেখে এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে জেলার বিভিন্ন দর্শনীয় স্থান। হোটেল, মোটেল ও রেস্ট হাউজগুলোতেও হয়েছে অগ্রিম বুকিং। রাঙামাাটি পর্যটন কমপ্লেক্সের ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া জানান, টানা তিন দিনের ছুটি কাজে লাগাতে অনেকেই রাঙামাটি আসবেন। তাদের বরণের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। স্থানীয় হোটেল, মোটেল, সরকারি-বেসরকারি রেস্ট হাউসগুলো সাজানো হয়েছে বর্ণিল সাজে। বুকিংয়ের পরিসংখ্যানে মনে হচ্ছে অর্ধ লাখের বেশি পর্যটকের আগমন ঘটতে পারে রাঙামাটিতে। পর্যটকদের জন্য থাকবে কঠোর নিরাপত্তার ব্যবস্থা। পর্যটক কমপ্লেক্সের বাণিজিক্য কর্মকর্তা সূর্য্য সেন জানান, রাঙামাটিতে আছে সুবলং ঝর্ণা, আসামবস্তি সড়ক, প্যাদা টিং টিং, বরগ্যাং ও ফুরামন পাহাড়। এছাড়া রয়েছে সুখী নীলগঞ্জ মিনি চিড়িয়াখানা, ডিসি বাংলো, পালওয়েল পার্ক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ঐতিহ্য সংরক্ষিত যাদুঘর, কাপ্তাই হ্রদ। এ সব পর্যটন কেন্দ্রেই দর্শনার্থীর আকর্ষণ থাকে বেশি। রাঙামাটি পর্যটনের আওয়তায় টুরিস্ট পুলিশের ব্যবস্থাপক কামাল উদ্দিন জানান, দূর-দূরান্ত থেকে আসা পর্যটকদের জন্য যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তিন দিন নিরাপত্তার দায়িত্বে থাকবে অতিরিক্ত পুলিশ। দুর্গম এলাকাগুলোতেও করা নজরদারি থাকবে।
শিরোনাম
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
- সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়া
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
- ৩০ নভেম্বর থেকে ফের কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
- ‘দেশে ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প, শক্তি হিরোশিমা বোমার সমান’
- ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক
- ভূমিকম্পে বংশালে নিহত তিনজনের পরিচয় মিলেছে
- মাছের বাজার চড়া, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- শীতেও বেড়েছে সবজির দাম, যা বলছেন বিক্রেতারা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে