সোমবার, ১১ মার্চ, ২০১৯ ০০:০০ টা

চলন্ত বাসে আগুন, রক্ষা পেলেন ৩৬ যাত্রী

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে চলন্ত বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বাসটি পুড়ে ছাই হয়ে গেলেও রক্ষা পেয়েছেন ৩৬ যাত্রী। ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে মির্জাপুর উপজেলার হাটুভাঙ্গা রোডে গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। হুড়োহুড়ি করে নামার সময় কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তবে কেউ দগ্ধ হননি।

মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আরিফুর রহমান জানান, একটি বিয়ের অনুষ্ঠানে যোগদানের জন্য ঢাকার সাভার থেকে ঠিকানা পরিবহনের একটি বাসে করে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর যাচ্ছিলেন যাত্রীরা। মহাসড়কের হাটুভাঙ্গা এলাকায় পৌঁছার পর বাসের ইঞ্জিনে হঠাৎ আগুন ধরে যায়। তখন লোকজন হুড়োহুড়ি করে নামতে থাকে। এ সময় কয়েকজন আহত হন। খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে আগুন ধরে যেতে পারে বলে তিনি জানান তিনি।

সর্বশেষ খবর