বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

কালবৈশাখীতে লন্ডভন্ড বাড়িঘর, ফসলের ক্ষতি

দিনাজপুর ও বিশ্বনাথ প্রতিনিধি

কালবৈশাখীতে লন্ডভন্ড বাড়িঘর, ফসলের ক্ষতি

কালবৈশাখীতে সড়কে গাছ পড়ে বন্ধ হয়ে যায় চলাচল। সিলেটের বিশ্বনাথ উপজেলার কালীগঞ্জ থেকে গতকাল তোলা ছবি

দিনাজপুরের চিরিরবন্দরসহ বিভিন্ন উপজেলায় কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টি হয়েছে। মঙ্গলবার রাতে ২ ঘণ্টাব্যাপী এ ঝড়-বৃষ্টিতে চিরিরবন্দরের নান্দেড়াই, রসুলপুর, দক্ষিণ পলাশবাড়ি ও জগন্নাথপুর গ্রামের বহু ঘরবাড়ি, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। নান্দেড়াই গ্রামের সাহাবদ্দিন ও বাবুল আকতার জানান, রাত ১টার দিকে ঝড়ে তাদের ঘরের টিনের চালা উড়ে যায়। এ ছাড়া চিরিরবন্দরসহ বিভিন্ন উপজেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ভুট্টাগাছ, আম, কাঁঠাল, লিচুগাছ।

এদিকে সিলেটের বিশ্বনাথ উপজেলার বিভিন্ন স্থানে ঝড়ে লন্ডভন্ড হয়েছে বাড়িঘর। গতকাল ভোরে এ ঝড়ে উড়ে যায় অনেকের ঘরের চালা, ধসে পড়ে কয়েকটি কাঁচা ঘর। উপড়ে পড়ে শত শত গাছ। ভেঙে গেছে একাধিক বৈদ্যুতিক খুঁটি। ক্ষয়ক্ষতি হয়েছে ফল ও সবজির। কালীগঞ্জ এলাকায় সড়কে গাছ পড়ে বুধবার সকাল থেকে বন্ধ হয়ে যায় চলাচল। ফায়ার সার্ভিসের লোকজন গাছ কেটে সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। পল্লীবিদ্যুৎ বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম সামিউল কবির বলেন, ঝড়ে আমাদের ১০টি খুঁটি ভেঙেছে। অনেক জায়গায় গাছ পড়ে ছিঁড়ে গেছে তার। সেগুলো সচল করে বিদ্যুৎ সরবারহ স্বাভাবিক করার চেষ্টা চলছে।

 

সর্বশেষ খবর