রবিবার, ২১ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

এক পলক

ভ্যানচাপায় প্রাণ গেল শিশুর

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার শিবগঞ্জ টু কেশরগঞ্জ সড়কের বৈলাজান কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সামনে অটোভ্যান চাপায় তিন বছরের শিশু তানহা নিহত হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। তানহা একই উপজেলার কালাদহ ইউনিয়নের শুশুতি গ্রামের ঔষধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধি বাবুল মিয়ার মেয়ে।

-ময়মনসিংহ প্রতিনিধি

ড্রেনে পড়ে মৃত্যু

বগুড়ার আদমদীঘিতে স্বাস্থ্যসেবা সপ্তাহ ক্যাম্পে চিকিৎসা নিয়ে মায়ের সঙ্গে বাড়ি ফেরার পথে রাস্তার পাশে ড্রেনে পড়ে সোহেল (২৮) নামে এক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। আদমদীঘি উপজেলা সদরের তালসন মাগুরপট্রি এলাকায় গতকাল এ ঘটনা ঘটে। -আদমদীঘি প্রতিনিধি

মাংস খেয়ে হাসপাতালে

রাজবাড়ীতে ব্রয়লারের মুরগীর মাংস খেয়ে একই পরিবারের সাতজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানা গেছে। শুক্রবার রাতে তারা অসুস্থ হয়ে পড়লে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক রবিউল আজম জানান, খাদ্যে বিষক্রিয়ার কারণে তারা অসুস্থ হয়েছেন। দুজনের অবস্থা কিছুটা খারাপের দিকে।

-ফরিদপুর প্রতিনিধি

বিদায়ী সংবর্ধনা

কুমিল্লার নাঙ্গলকোটে পাঁচজন বিদায়ী শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার বিকালে উপজেলার পুজকরা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে এই সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধিত শিক্ষকরা হলেন আবদুল হালিম, মফিজুর রহমান, নুরুল আমিন, খলিলুর রহমান, আলী আক্কাছ ও ছায়েদুল হক। প্রধান অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. রুহুল আমিন ভুইয়া। বিশেষ অতিথি ছিলেন আবদুল হামিদ, আবদুল মজিদ, আবু ইউসুফ, আফরোজা কুসুম, অধ্যক্ষ সাদেক হোসেন ভুইয়া, ডা. জাহিদুল ইসলাম রানা ও ফেরদৌসী বেগম। সভাপতিত্ব হাছানুজ্জামান। -কুমিল্লা প্রতিনিধি

হামলা ভাঙচুর

নোয়াখালীতে চাঁদার দাবিতে সাংবাদিকের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় ওই সাংবাদিক এবং তার বাবা, মা ও ভাইকে পিটিয়ে জখম করা হয়েছে। জেলা শহরের চন্দ্রপুরে গতকাল এ ঘটনা ঘটে। তিনজনকে  হাসপাতালে ভর্তি করা হয়েছে।

- নোয়াখালী প্রতিনিধি

প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কৃষক লীগের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাউদকান্দি উপজেলা কৃষকলীগ স্থানীয় গৌরীপুর বাজারে র‌্যালি আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করে। উপজেলা কৃষকলীগের সভাপতি হাজী শাহ আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খালেকুজ্জামান। বিশেষ অতিথির বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান হাজী আলী আশ্রাফ, জিল্লুর রহমান। -দাউদকান্দি প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর