শুক্রবার, ৩১ মে, ২০১৯ ০০:০০ টা

এক পলক

কর্মশালা

জিংক সমৃদ্ধ ধানের নানা দিক নিয়ে ফরিদপুরে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী কর্মশালা আয়োজন করে বেসরকারি উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি)। শহরের গোয়ালচামটে এসডিসির ট্রেনিং সেন্টারে এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কার্তিক চন্দ্র। কাজী আশরাফুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ড. মহিউদ্দিন আহমদে, এফএম ইকরামুল হক, খন্দকার হামিদুল ইসলাম প্রমুখ। কর্মশালায় বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলার ধান ও বীজ বিক্রয় প্রতিনিধিরা অংশ নেন।

-ফরিদপুর প্রতিনিধি

কৃষি উপকরণ বিতরণ

খাগড়াছড়ি সদর উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে গতকাল কৃষান-কৃষানিদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান, কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মোখলেচুর রহমান প্রমুখ। চারটি কৃষি সমিতিকে আটটি পাওয়ার টিলার চারটি ধান মাড়াই যন্ত্র দেওয়া হয়।

-খাগড়ছড়ি প্রতিনিধি

ঈদ সামগ্রী বিতরণ

নোয়াখালীর সুবর্ণচরের থানারহাটে স্বেচ্ছাসেবী সংগঠন সেই আমরা.. গ্রুপের উদ্যোগে গতকাল এতিম অসহায়দের মাঝে ঈদ সামগ্রী ও নতুন পোশাক বিতরণ করা হয়। এ সময় বক্তব্য রাখেন সংগঠনের প্রধান এডমিন আরেজ খান।

উপস্থিত ছিলেন আরেজ খান, সম্রাট রয়, ওমর ফারুক, সহদেব রয়, ইসমাইল হোসেন শিশির, শোকরান, জাহিদ হাসান  আহমেদ শুভ, মিল্লাদ, এরশাদ, সাবিদ, এমরান হোসেন সবুজ,           মোস্তাফা কামাল জুয়েল, মিরাজ উদ্দিন, সাংবাদিক আরিফ সবুজ, ইউনুস সিকদার প্রমুখ।

-নোয়াখালী প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর