দিনাজপুরের ফুলবাড়ীতে ছোট যমুনা নদীতে গোসল করতে নেমে ডুবে আঁখি মনি (৪) ও আমপি (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। ফুলবাড়ী উপজেলা শিবনগর ইউনিয়নের রাজারামপুর মাছুয়াপাড়ায় গতকাল এ ঘটনা ঘটে। নিহত আঁখি ফুলবাড়ী রাজারামপুর মাছুয়াপাড়ার হামিদুলের এবং আমপি আইয়ুব আলীর মেয়ে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান, শিশু দুটি প্রতিবেশি খেলার সাথিদের সঙ্গে খেলছিল। খেলার ফাঁকে তারা দুজন বাড়ির পাশে ছোট যমুনা নদীতে গোসল করতে নামে। আর পানি থেকে না উঠায় আরেক শিশু বাড়িতে খবর দেয়। খোঁজাখুঁজির পর ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার দুজনকে মৃত ঘোষণা করেন।