রবিবার, ২৩ জুন, ২০১৯ ০০:০০ টা

স্কুলমাঠে নির্মাণসামগ্রী বিটুমিনের ধোঁয়া

স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা

দিনাজপুর প্রতিনিধি

স্কুলমাঠে নির্মাণসামগ্রী বিটুমিনের ধোঁয়া

ধোঁয়ায় আচ্ছন্ন স্কুলমাঠ -বাংলাদেশ প্রতিদিন

দিনাজপুরের বিরামপুর উপজেলার হরিহরপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে নির্মাণসামগ্রী রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। তারা বিদ্যালয়মাঠে চুল্লি বসিয়ে বিটুমিন গলানোর কাজও করছে। ধুলা, শব্দ আর ধোঁয়ায় ঢেকে থাকে বিদ্যালয়টি। এতে পাঠদানের স্বাভাবিক পরিবেশ বিঘিœত হচ্ছে। দেখা দিচ্ছে শিশুদের স্বাস্থ্যঝুঁকিও। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারুজ্জামান বলেন, প্রায় ২০ দিন আগে বিরামপুর-কাটলা সড়ক সংস্কার কাজের ঠিকাদারের লোকজন বিদ্যালয়মাঠের এক পাশে বালু ও পাথর স্তূপ করে রেখে যায়। ধীরে ধীরে তারা বিদ্যালয়ের পুরো মাঠ দখল করে বালু ও পাথর রাখতে শুরু করে। ৬-৭ দিন ধরে মাঠে বিটুমিন গলানো চলছে। এতে বিদ্যালয়ে পাঠদানের স্বাভাবিক পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি ধোঁয়ায় তৈরি হয় দম বন্ধ করা পরিবেশ। পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রায়হান, সাজু, নুসরাত জানান, শ্রেণিকক্ষে ধুলাবালি ঢুকে বই-খাতা ভরে যায়। ধোঁয়ায় দম আটকে আসে। মাঠে খেলাধুলা-তো দূরের কথা, চলাফেরাও করা কঠিন হয়ে গেছে। স্থানীয় কাটলা ইউপি চেয়ারম্যান নাজির হোসেন জানান, কোমলমতি শিক্ষার্থীদের সমস্যা করে কোনো উন্নয়নমূলক কাজ হতে পারে না। ঠিকাদার প্রতিষ্ঠান আমাদের সঙ্গে যোগাযোগ না করেই এমন কাজ করেছে। বিষয়টি ইউএনওকে জানানো হয়েছে।

বিরামপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিনারা বেগম বলেন, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে। বিষয়টি ইউএনওকে জানানো হয়েছে। বিরামপুরের ইউএনও তৌহিদুর রহমান জানান, ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতে কোনো সমস্যা না হয় সেই বিষয়টি মাথায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর