শিরোনাম
বৃহস্পতিবার, ২৭ জুন, ২০১৯ ০০:০০ টা

আঙ্গুলের খোঁচায় উঠে যাচ্ছে সড়কের পিচ!

কুষ্টিয়া প্রতিনিধি

আঙ্গুলের খোঁচায় উঠে যাচ্ছে সড়কের পিচ!

কুষ্টিয়ার কুমারখালীতে কাজ শেষ হওয়ার কয়েকদিনের মধ্যে কোটি টাকায় নির্মিত সড়কের পিচ আঙ্গুলের খোঁচায় উঠে যাচ্ছে। নিম্নমানের কাজ, ভালো নির্মাণসামগ্রী ব্যবহার না করা ও তদারকির অভাবে সড়কের এ অবস্থা হয়েছে বলে দাবি এলাকাবাসীর। অভিযোগ আছে, কাজ চলাকালে স্থানীয়রা প্রকৌশলীদের জানালেও তারা কোনো ব্যবস্থা নেননি।

উপজেলা এলজিইডি অফিস সূত্র জানায়, জে কে পি প্রকল্পের আওতায়, প্রায় এক কোটি দুই লাখ টাকা ব্যয়ে যদুবয়রা ইউনিয়নের লালন বাজার থেকে চাপড়া ইউনিয়নের ধর্মপাড়া পর্যন্ত দেড় কিলোমিটার সড়ক পাকাকরণ কাজ শেষ হয়েছে সম্প্রতি।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে এই সড়ক দিয়ে। গত ২১ জুন সড়কটি কার্পেটিং করা হয়। কিন্তু নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করায় তা উঠে যাচ্ছে। কাজের সময়ই নিম্নমান নিয়ে নানা কথা ওঠে। তারপরও তড়িঘড়ি করে কাজ শেষ করেন ঠিকাদার।

ঠিকাদার হারুন বলেন, ‘সিডিউল অনুযায়ী কাজ হয়েছে। কোনো অনিয়মের সুযোগ নেই।’

সর্বশেষ খবর