Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ১৮ জুলাই, ২০১৯ ০১:১৮

প্রেমের টানে লক্ষ্মীপুরের বধূ হলেন মার্কিন নারী

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রেমের টানে লক্ষ্মীপুরের বধূ হলেন মার্কিন নারী
বর সোহেলের সঙ্গে সারলেট

প্রেম-ভালোবাসা মানে না কোনো বাধা। আর সেই প্রেমের টানেই দেশ ছেড়েছেন মার্কিন নারী সারলেট। আমেরিকা ছেড়ে এসে ঘর বাঁধলেন বাংলাদেশের লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে। শ্রীরামপুর গ্রামের সফিক উল্যার ছেলে সোহেল হোসেনকে বিয়ে করে এখন তিনি বাংলাদেশের বধূ। তাকে দেখতে আশপাশের মানুষ সোহেলদের বাড়িতে ভিড় জমাচ্ছেন এখন। শ্রীরামপুর গ্রামের বাসিন্দারা জানায়, ২০১৩ সালের ৪ নভেম্বর ফেইসবুকের মাধ্যমে তাদের পরিচয়। এরপর বন্ধুত্ব-প্রেম। দুই দেশের আলাদা সংস্কৃতি থাকলেও শেষ পর্যন্ত ভালোবাসারই জয় হয়েছে। উভয়ের পরিবার মেনে নেওয়ার পর ১২ জুলাই বাংলাদেশে আসেন সারলেট। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তাকে বরণ করে নেওয়া হয়।

ভিনদেশি হলেও পুত্রবধূকে দেখে বেশ খুশি সোহেলের মা-বাবা।


আপনার মন্তব্য

এই বিভাগের আরও খবর