শুক্রবার, ২৬ জুলাই, ২০১৯ ০০:০০ টা

বসুন্ধরা সিমেন্টের কর্মশালা

নওগাঁ প্রতিনিধি

নির্মাণশিল্পে নির্মাণশিল্পীদের দক্ষতা ও সচেতনতাকে এগিয়ে নিতে ‘শৈল্পিক নির্মাণ, রাজমিস্ত্রির অবদান’ শীর্ষক এক কর্মশালার আয়োজন করে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের বসুন্ধরা সিমেন্ট। বুধবার দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয় নওগাঁর মহাদেবপুরের রোকেয়া কমিউনিটি সেন্টারে। স্থাপনা নির্মাণ কৌশল এবং নির্মাণ সংক্রান্ত বিভিন্ন পরামর্শ উপস্থাপন করেন মহাদেবপুরের স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ। বসুন্ধরা সিমেন্টের পক্ষে বাড়ি নির্মাণ সংক্রান্ত বিভিন্ন বিষয় উপস্থাপন করেন ইঞ্জিনিয়ার শহীদ হাসান ও ইঞ্জিনিয়ার হাসিনুর রহমান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বসুন্ধরা সিমেন্টের উইং ইনচার্জ আশিক আহমেদ, বসুন্ধরা সিমেন্টের রাজশাহী ডিভিশনের ডিএসআই সোহেল রানা, বসুন্ধরা সিমেন্ট বগুড়া এরিয়ার এএসএম সোহেল রানা প্রমুখ। কর্মশালায় ৬০ জন রাজমিন্ত্রি অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে র‌্যাফেল ড্র ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সর্বশেষ খবর