মঙ্গলবার, ৬ আগস্ট, ২০১৯ ০০:০০ টা
কুমুদিনী হাসপাতাল

কিট সংকটে ডেঙ্গু পরীক্ষা বন্ধ

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে কিট সংকটের কারণে তিন দিন ধরে ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষা বন্ধ রয়েছে। ফলে জ্বরে আক্রান্তরা ভোগান্তিতে পড়েছেন। একই অবস্থা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন প্রাইভেট ক্লিনিকের। হাসপাতালের সহকারী জেনারেল ম্যানেজার অনিমেশ ভৌমিক জানান, কিট না থাকার কারণে রবিবার তাদের হাসপতালে ডেঙ্গু শনাক্ত করতে আসা কয়েকজনকে টাঙ্গাইল সদর হাসপাতাল পাঠানো হয়েছে। মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীম আহমেদ বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও কিট সংকট রয়েছে। এখানে রোগী এলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের জেলা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।’

সর্বশেষ খবর