রবিবার, ১১ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্বস্তির ঈদযাত্রা

কুমিল্লা প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নেই। নেই যানবাহনের বাড়তি চাপ। ঈদযাত্রায় কোনো ধরনের ভোগান্তি ছাড়া যাত্রীরা স্বস্তিতেই বাড়ি ফিরছেন। শুক্র ও শনিবার ছিল সাপ্তাহিক ছুটি। এর এক দিন পরই ঈদুল আজহা। স্বজনদের সঙ্গে গ্রামের বাড়িতে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে কয়েকদিন থেকে কর্মস্থল ছাড়তে শুরু করেছে মানুষ। গতকাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বিভিন্ন অংশে খোঁজ নিয়ে জানা যায়, কুমিল্লার ১০৪ কিলোমিটার এলাকায় কোথাও যানজট দেখা যায়নি। যানবাহনের ধীরগতি ও বাড়তি চাপও নেই। অতীতে কোরবানির ঈদের সময় মহাসড়কে এমন দৃশ্য দেখা যায়নি কখনো।

চলতি বছরের ২৫ মে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ও গোমতী নদীর ওপর নির্মিত দ্বিতীয় সেতু চালু হওয়ার পর থেকে অবসান ঘটেছে চিরচেনা যানজটের। কুমিল্লার দাউদকান্দি হাইওয়ে পুলিশ জানায়, মহাসড়কে স্বস্তিতেই ঈদযাত্রা করছেন যাত্রীরা। মেঘনা ও গোমতী সেতুর দুই পাশে কোনো যানজট নেই। গাড়ির গতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।

 

সর্বশেষ খবর