রবিবার, ১১ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

থানা হাজতে মৃত্যু স্বজনদের বিক্ষোভ

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর কিশোরগঞ্জ থানা হাজতে আব্দুল্লাহ আল মামুন (২৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বিকালে হাজতের ভেন্টিলেটরে ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। বেলা দিকে কিশোরগঞ্জ সদর ইউনিয়নের কেশবা এলাকা থেকে গরু চোর হিসেবে নিয়ে তাকে থানায় নিয়ে আসে তাকে। মামুন একই ইউনিয়নে যদুমনি গ্রামের মৃত. হুজুর আলীর ছেলে। কিশোরগঞ্জ থানার ওসি হারুন উর রশিদ জানান, গরু চুরি করে নেওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করে ইউনিয়নের সংরক্ষিত নারী আসনের সদস্য নার্গিস বেগমের বাসায় রাখেন। পরে সেখান থেকে নিয়ে এসে থানা হাজতে রাখা হয়। এক পর্যায়ে বিকালে হাজতে আত্মহত্যা করে সে। এ ঘটনায় সন্ধ্যার দিকে থানার সামনে বিক্ষোভ করেন নিহতের স্বজনরা। মামুনের চাচাত ভাই হিযবুল্লাহ রহমান ডালিম বলেন, তাকে সুস্থ অবস্থায় থানায় নিয়ে আসা হয়। পরে জানা গেলো ভেন্টিলেটরে ফাঁস দিয়ে আত্মহত্যা করার কথা। পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।

সর্বশেষ খবর