শিরোনাম
শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

এক পলক

বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

ভোলায় খাম্বায় উঠে বিদ্যুতের লাই?নে কাজ কর?তে গি?য়ে রতন  (৩৪) না?মের পল্লীবিদ্যুতের এক কর্মী নিহত হয়েছেন। গতকাল সকালে দৌলতখান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত রতন মানিকগঞ্জ জেলার  হরিরামপুর উপজেলার বালিয়াখোলা গ্রামের সিফাত আলির ছেলে।

-ভোলা প্রতিনিধি

ইউএনওকে দেখে দৌড়

নাটোরের সিংড়া উপজেলা নির্বাহী অফিসারকে দেখে পালালো অবৈধ পুকুর খননকারীরা। গতকাল দুপুরে উপজেলার স্থাপনদিঘী এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুকুর খনন বন্ধ করে দেন ইউএনও। এ সময় ভেকুর ব্যাটারি ও তেল জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে শহিদুল ইসলাম নামের একজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে ৫০০ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুশান্ত কুমার মাহাতো।

-নাটোর প্রতিনিধি

শিক্ষা বৃত্তি প্রদান

কুমিল্লার চান্দিনায় মরহুম আবদুল লতিফ খন্দকার ফাউন্ডেশনের উদ্যোগে প্রাথমিক পর্যায়ে ৬২ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। গতকাল চান্দিনা মডেল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে বৃত্তি প্রাপ্তদের মাঝে নগদ অর্থ, সনদপত্র ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক, চান্দিনা পৌরসভার মেয়র  মফিজুল ইসলাম।

-কুমিল্লা প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর