রবিবার, ৬ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

মুকসুদপুরে সন্ত্রাসী ঘটনার প্রতিবাদ ও নিরাপত্তা দাবি

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুরের মুনিরকান্দিতে সন্ত্রাসী ঘটনার প্রতিবাদে ও জীবনের নিরাপত্তা চেয়ে  সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যক্তি। গতকাল বেলা ১১ টায় গোপালগঞ্জ প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মো. আওলাদ বিশ্বাস। তিনি বলেন, আমার জায়গা জমি নিয়ে এলাকার কিছু সন্ত্রাসী ও উচ্ছৃঙ্খল লোক দীর্ঘদিন আমার ওপর জুলুম-অত্যাচার করে আসছে। তারা গত ১৮ সেপ্টেম্বর আমার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। না দিলে আমার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেয়। ১৯ সেপ্টেম্বর এ বিষয়ে থানায় অভিযোগ দিই। মুকসুদপুর থানার ওসি বিষয়টি তদন্তের জন্য সিন্ধিয়াঘাট পুলিশ ফাঁড়ির এসআই আলমগীরকে নির্দেশ দেন। ২১ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১টার দিকে আমার বাড়িতে হামলা করে স্টিলের আলমারি ভেঙে ৫৬ হাজার টাকাসহ ২১ ভরি স্বর্ণালঙ্কার লুট করে। ঘরের জিনিসপত্র ভাঙচুর করে। তিনি বলেন, এ ব্যাপারে মুকসুদপুর থানার ওসির সাথে মামলা করার জন্য যোগাযোগ করলে তিনি মামলা নিতে অস্বীকার করেন। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করলে গত ২৫ সেপ্টেম্বর পুলিশ মামলা নেয়। অপরদিকে, ২৬ সেপ্টেম্বর আসামিরা আমার বিরুদ্ধে একটি মামলা করে। তিনি আরও বলেন, এ ঘটনায় পুলিশের কোনো ভূমিকা না থাকায় আসামিরা আমাকে ও আমার পরিবারকে হত্যার হুমকি দিচ্ছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।

সর্বশেষ খবর