দুপচাঁচিয়া পৌরসভায় প্রায় পাঁচ বছরে ২৫ কোটি টাকা ব্যয়ে ৫১টি প্রকল্প বাস্তবায়ন হয়েছে। আরও আট কোটি টাকার ছয়টি প্যাকেজের কাজ বাস্তবায়নের প্রক্রিয়ার রয়েছে। ২০১৪ সালের ২৮ ডিসেম্বর নির্বাচনে আওয়ামী লীগ নেতা বেলাল হোসেন মেয়র নির্বাচিত হন। খ ক্যাটাগরির পৌরসভা নিয়ে তার যাত্রা শুরু হলেও বর্তমানে প্রথম শ্রেণিতে উন্নীত হয়েছে। মেয়র বেলাল ৪ বছর ১০ মাস তার দায়িত্ব পালনকালে পৌর অডিটরিয়াম, রাস্তাঘাট, সেতু-কালভার্ট, ড্রেন, মসজিদ, মন্দিরের উন্নয়নসহ ৫১টি প্রকল্প বাস্তবায়ন করেছেন। ব্যয় হয়েছে প্রায় ২৫ কোটি টাকা। রাস্তা আলোকিত করা, পয়ঃনিষ্কাশন, পরিষ্কার-পরিচ্ছন্নতা, হাট-বাজারের অবকাঠামোগত উন্নয়ন, মাদক দমন, আইনশৃঙ্খলা উন্নয়ন, ৮০ ভাগ পৌরকর আদায়, ৯৯ ভাগ জন্ম-মৃত্যু নিবন্ধনের কাজ হয়েছে। মেয়র বেলাল জানান, টেন্ডারবাজি ছাড়াই সব ধরনের উন্নয়নমূলক কাজ করা হয়েছে। ২৪ কোটি ৯২ লাখ ৯৯ হাজার টাকার উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। প্রায় ৭ কোটি ৬৩ লাখ টাকায় পৌর অডিটরিয়াম, এক কোটি এক লাখ টাকায় মেইল বাসস্ট্যান্ড থেকে ধাপ হাটের রাস্তা কার্পেটিং, আরসিসি ড্রেন নির্মাণ, প্রায় এক কোটি টাকায় উপজেলা পরিষদ মোড় থেকে মহিলা কলেজ হয়ে তিষিগাড়ী পর্যন্ত রাস্তার কার্পেটিং ও আরসিসি ড্রেন নির্মাণ, প্রায় এক কোটি টাকায় দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় গোল চত্বরসহ রাস্তার সৌন্দর্য্য বর্ধন, ৫৫ লাখ টাকায় মরাগাঙ্গী খালের উপর ব্রিজ, প্রায় ৪০ লাখ টাকায় বোরাই কালীবাড়ি মহাশশ্মানের চুল্লি, সীমানা প্রাচীর ও বসার স্থান, ২৭ লাখ টাকায় ডিমশহর স্কুলের গেটসহ সীমানা প্রাচীর ও গাইডওয়াল নির্মাণ, ৩০ লাখ টাকায় ধাপহাটের ঈদগাহ মাঠ আরসিসিকরণ। ১৬ লাখ টাকায় সিও অফিস সাবস্ট্যান্ডে ইলেকট্রিক পোল স্থাপন ও স্টিক লাইটিংকরণ, প্রায় সাত লাখ টাকায় সিও অফিস বাসস্ট্যান্ডে আধুনিক যাত্রী ছাউনি নির্মাণ। এছাড়া প্রায় ৮ কোটি টাকায় ছয়টি প্যাকেজে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এ প্রকল্পগুলোর কাজ শুরুর প্রক্রিয়াধীন রয়েছে। মেয়র জানান, শিশুদের বিনোদনের জন্য শিশু পার্ক ও পৌর মার্কেট নির্মাণ জরুরি। জায়গার অভাবে করা যায়নি। রিকশা, ভ্যান, ভটভটি স্ট্যান্ডসহ পাবলিক টয়লেট স্থাপনের পরিকল্পনা থাকলেও জায়গার অভাবে তা সম্ভব হয়নি। এ প্রকল্পগুলোও বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে বলে জানান মেয়র বেলাল।
শিরোনাম
- ট্রাম্পের কাছে তথ্যচিত্রের জন্য ক্ষমা চেয়েছে বিবিসি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ
- বিমানবন্দর এলাকার দুই জায়গায় ককটেল বিস্ফোরণ
- বাসে আগুন দিয়ে করছিলেন ভিডিও, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু
- ইমাম প্রশিক্ষণে সৌদি সরকারের সহায়তার আশ্বাস
- শাকসু নির্বাচন বানচালের অভিযোগে প্রশাসনিক ভবনে তালা
- নওগাঁয় বিএনপিতে যোগ দিল আরও ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার
- প্রশাসন নিশ্চুপ থাকলে বিপদ আরও বাড়বে : গয়েশ্বর
- নতুন দুই দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন
- চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
- আরও ২৩ জেলায় নতুন ডিসি, চার বিভাগে কমিশনার
- ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া
- শেষ মুহূর্তে গোল হজমে জেতা ম্যাচ ড্র করলো বাংলাদেশ
- সাজা শেষে ৭২ প্রবাসীকে দেশে পাঠাল মালয়েশিয়াস্থ হাইকমিশন
- উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন
- আনুষ্ঠানিকভাবে জানানোর পর গণভোট বিষয়ে সিদ্ধান্ত : সিইসি
- সাঈদ খোকন ও তার বোনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
- ‘নির্বাচনের দিন গণভোটের ঘোষণায় আওয়ামী লীগের পুনর্বাসনের পথ রুদ্ধ’
- ২৩ নভেম্বর বিপিএলের নিলাম
- মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ডিকেবিএ’র ওপর মার্কিন নিষেধাজ্ঞা
পাঁচ বছরে ৫১ প্রকল্প বাস্তবায়ন
দুপচাঁচিয়া পৌরসভা
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর