দুপচাঁচিয়া পৌরসভায় প্রায় পাঁচ বছরে ২৫ কোটি টাকা ব্যয়ে ৫১টি প্রকল্প বাস্তবায়ন হয়েছে। আরও আট কোটি টাকার ছয়টি প্যাকেজের কাজ বাস্তবায়নের প্রক্রিয়ার রয়েছে। ২০১৪ সালের ২৮ ডিসেম্বর নির্বাচনে আওয়ামী লীগ নেতা বেলাল হোসেন মেয়র নির্বাচিত হন। খ ক্যাটাগরির পৌরসভা নিয়ে তার যাত্রা শুরু হলেও বর্তমানে প্রথম শ্রেণিতে উন্নীত হয়েছে। মেয়র বেলাল ৪ বছর ১০ মাস তার দায়িত্ব পালনকালে পৌর অডিটরিয়াম, রাস্তাঘাট, সেতু-কালভার্ট, ড্রেন, মসজিদ, মন্দিরের উন্নয়নসহ ৫১টি প্রকল্প বাস্তবায়ন করেছেন। ব্যয় হয়েছে প্রায় ২৫ কোটি টাকা। রাস্তা আলোকিত করা, পয়ঃনিষ্কাশন, পরিষ্কার-পরিচ্ছন্নতা, হাট-বাজারের অবকাঠামোগত উন্নয়ন, মাদক দমন, আইনশৃঙ্খলা উন্নয়ন, ৮০ ভাগ পৌরকর আদায়, ৯৯ ভাগ জন্ম-মৃত্যু নিবন্ধনের কাজ হয়েছে। মেয়র বেলাল জানান, টেন্ডারবাজি ছাড়াই সব ধরনের উন্নয়নমূলক কাজ করা হয়েছে। ২৪ কোটি ৯২ লাখ ৯৯ হাজার টাকার উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। প্রায় ৭ কোটি ৬৩ লাখ টাকায় পৌর অডিটরিয়াম, এক কোটি এক লাখ টাকায় মেইল বাসস্ট্যান্ড থেকে ধাপ হাটের রাস্তা কার্পেটিং, আরসিসি ড্রেন নির্মাণ, প্রায় এক কোটি টাকায় উপজেলা পরিষদ মোড় থেকে মহিলা কলেজ হয়ে তিষিগাড়ী পর্যন্ত রাস্তার কার্পেটিং ও আরসিসি ড্রেন নির্মাণ, প্রায় এক কোটি টাকায় দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় গোল চত্বরসহ রাস্তার সৌন্দর্য্য বর্ধন, ৫৫ লাখ টাকায় মরাগাঙ্গী খালের উপর ব্রিজ, প্রায় ৪০ লাখ টাকায় বোরাই কালীবাড়ি মহাশশ্মানের চুল্লি, সীমানা প্রাচীর ও বসার স্থান, ২৭ লাখ টাকায় ডিমশহর স্কুলের গেটসহ সীমানা প্রাচীর ও গাইডওয়াল নির্মাণ, ৩০ লাখ টাকায় ধাপহাটের ঈদগাহ মাঠ আরসিসিকরণ। ১৬ লাখ টাকায় সিও অফিস সাবস্ট্যান্ডে ইলেকট্রিক পোল স্থাপন ও স্টিক লাইটিংকরণ, প্রায় সাত লাখ টাকায় সিও অফিস বাসস্ট্যান্ডে আধুনিক যাত্রী ছাউনি নির্মাণ। এছাড়া প্রায় ৮ কোটি টাকায় ছয়টি প্যাকেজে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এ প্রকল্পগুলোর কাজ শুরুর প্রক্রিয়াধীন রয়েছে। মেয়র জানান, শিশুদের বিনোদনের জন্য শিশু পার্ক ও পৌর মার্কেট নির্মাণ জরুরি। জায়গার অভাবে করা যায়নি। রিকশা, ভ্যান, ভটভটি স্ট্যান্ডসহ পাবলিক টয়লেট স্থাপনের পরিকল্পনা থাকলেও জায়গার অভাবে তা সম্ভব হয়নি। এ প্রকল্পগুলোও বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে বলে জানান মেয়র বেলাল।
শিরোনাম
- ৬২ পুলিশ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে বদলি
- রাকসু নির্বাচন : হল সংসদের ৩৯ পদে প্রতিদ্বন্দ্বী নেই, ৪ পদ ফাঁকা
- বিশ্ববিদ্যালয়ের নির্বাচন আর জাতীয় নির্বাচন এক নয় : রুমিন ফারহানা
- অন্তর্বর্তী সরকার সংবিধানের মৌলিক রদবদল করার ম্যান্ডেট রাখে না : জিল্লুর রহমান
- হ্যান্ডশেক এড়িয়ে বিতর্কে ভারত, ক্ষুব্ধ শোয়েব আখতার
- ‘চ্যালেঞ্জগুলো নিয়ে হতাশ না হয়ে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে’
- অসুস্থতার ছুটি চেয়ে বার্তা, ১০ মিনিট পরেই হারালেন প্রাণ
- কিউবান অভিবাসীর চাপাতির কোপে প্রাণ গেল ভারতীয়ের, ক্ষুব্ধ প্রতিক্রিয়া ট্রাম্পের
- বিক্ষোভে উত্তাল তুরস্ক, এরদোয়ানের পদত্যাগ দাবি
- পাকিস্তান ক্রিকেটারদের মান নেই, সিঙ্গেলও নিতে পারে না: শোয়েব আখতার
- নেপালের প্রথম নারী অ্যাটর্নি জেনারেল সবিতা
- খেলার বাইরে রাজনীতি: ভারত–পাকিস্তান ম্যাচে ইতিহাসে নজিরবিহীন বিতর্ক
- ফরিদপুরে মহাসড়ক অবরোধের ঘটনায় ২৪০ জনের বিরুদ্ধে মামলা
- ইসরায়েলকে রুখতে ইসলামিক সামরিক জোট গঠনের আহ্বান ইরাকের
- শাহ আমানত বিমানবন্দরে হারানো ব্যাগ ফেরত পেলেন ইন্দোনেশিয়ান নাগরিক
- ভারতের কাছে পাকিস্তানের হারের প্রধান তিন কারণ
- বাঁশবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কা, পুলিশ কর্মকর্তাসহ নিহত ৩
- ভ্যালেন্সিয়াকে উড়িয়ে দিল বার্সেলোনা
- পদ্মা সেতুতে স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় চালু হচ্ছে আজ
- আমেরিকার ‘মিত্র’ কাতারের প্রতি ইসরায়েলকে ‘খুব সতর্ক’ হতে হবে : ট্রাম্প