শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

পরীক্ষার্থীকে মারধর করে বহিষ্কার

ঝালকাঠি প্রতিনিধি

নলছিটি উপজেলার প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা কেন্দ্র থেকে মো. রাব্বী হোসেন নামে এক শিক্ষার্থীকে জোরপূর্বক কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। রাব্বি বৈশাখীয়া স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার ছাত্র। বৃহস্পতিবার গোহাইলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সচিব আব্দুল মালেক লাইব্রেরীতে ডেকে নিয়ে রাব্বিকে ভয়-ভীতি দেখিয়ে বের করে দেন। কেন্দ্র সচিব বলেন, খাতায় সব তথ্য ঠিক আছে কিনা-জানতে চাইলে ওই ছাত্র কাউকে কিছু না বলে এডমিট কার্ড এবং খাতা রেখে দৌড়ে চলে যায়। আমি কাউকে বের করে দেইনি। বৈশাখীয়া ইবতেদায়ি মাদরাসার সুপার মো. মোস্তাফিজুর রহমান জানান, কেন্দ্রের সচিব বডিচেঞ্জ করে পরীক্ষা দেওয়ার অভিযোগ এনে রাব্বীকে গালমন্দ করে পুলিশে দেওয়ার ভয় দেখিয়ে কেন্দ্র থেকে বের হয়ে যেতে বলেন। এক পর্যায়ে রাব্বী ভয়ে কেন্দ্র থেকে বের হয়ে যায়।

উপজেলা শিক্ষা কর্মকর্তা বলেন, অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।

সর্বশেষ খবর