শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

বসুন্ধরা চক্ষু হাসপাতালের বিনামূল্যে চিকিৎসা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় তিন শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছেন বসুন্ধরা আই হসপিটাল ও রিসার্চ ইনস্টিটিউটের চিকিৎসকরা। গতকাল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর গ্রামে এই ক্যাম্পের আয়োজন করেছে বসুন্ধরা গ্রুপ, ভিশন কেয়ার ফাউন্ডেশন, বসুন্ধরা আই হসপিটাল ও রিসার্চ ইনস্টিটিউট, প্রফেসর মাহবুব আহমদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠান রেজাউর রহমান ভূঁইয়া-আরশেদা খাতুন মেডিকেল সেন্টার ও ক্লিনিক।

রেজাউর রহমান ভূঁইয়া-আরশেদা খাতুন মেডিকেল সেন্টার ও ক্লিনিকে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রোগীদের বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ওষুধ দেওয়া হয়। এ সময় অপারেশনের জন্য বাছাই করা রোগীদের ঢাকায় নিয়ে বিনামূল্যে সেবা দেওয়া হবে বলে জানান আয়োজকরা। চিকিৎসা সেবা দেন বসুন্ধরা আই হসপিটাল ও রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক (অবৈতনিক) প্রফেসর ডা. মো. সালেহ আহমেদ, ডা. এম এ খালেক, ডা. নাবিদ ইবনে নাসির। উপস্থিত ছিলেন প্রফেসর মাহবুব আহমদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রফেসর মাহবুব আহমেদ।

সর্বশেষ খবর