শিরোনাম
রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সখীপুরে উপজেলা শ্রমিক লীগ সভাপতি বাচ্চু সিকদারসহ কয়েকজনের বিরুদ্ধে গতকাল সখীপুর প্রেস ক্লাবে চাঁদাবাজির অভিযোগ তুলেন স্থানীয় সামাদ সিকদার। এর এক ঘণ্টা পর একই স্থানে পাল্টা সংবাদ সম্মেলন করেন অভিযুক্তরা। সামাদ সিকদার লিখিত বক্তব্যে বলেন, সখীপুর বাজার মসজিদের পাশে বহুতল ভবন নির্মাণের সময় মালিক মীর শামছোদ্দুহা ও সামাদ সিকদারের কাছ থেকে দুই দফায় চার লাখ ৭০ হাজার টাকা চাঁদা এবং ভবনের দ্বিতীয় তলার পাঁচটি কক্ষ জোর করে দখল করেন বাচ্চু সিকদার, শামছুল হক ও রউফ সিকদার। এ ছাড়া ওই মার্কেটের মালিক রাসেল মিয়ার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে না পেয়ে কাজ বন্ধ করে দিয়েছেন তারা। পাল্টা সংবাদ সম্মেলনে বাচ্চু সিকদার, শামছুল হক ও রউফ বলেন, ‘আমরা কারও মার্কেটের রুম দখল করিনি। আমাদের পৈতৃক সম্পত্তির ওপর ভবন নির্মাণ করেছি। আমাদের বিরুদ্ধে চাঁদাবাজি, দখলের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।

সর্বশেষ খবর