মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় দায়িত্ব নিতে হবে

রাঙামাটি প্রতিনিধি

পার্বত্যাঞ্চলে বহু ভাষাভাষীর জনগোষ্ঠী বসবাস করে। তাদের মধ্যে রয়েছে যেমন ভাষাগত ভিন্নতা। আছে পোশাক, ঐতিহ্য, সংস্কৃতি ও উৎসবের ভিন্নতা। একেক জনগোষ্ঠী একেক রকম সংস্কৃতির অন্তর্ভুক্ত। কালের পরিবর্তন ও আধুনিকতার ছোঁয়ায় এসব জাতিগোষ্ঠীর সংস্কৃতি অনেকটা হুমকির মুখে। তাই পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষা করতে হলে নিজ নিজ সম্প্রদায়কে দায়িত্ব নিতে হবে বলে মন্তব্য করেছেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট চত্বরে গতকাল আয়োজিত ত্রিপুরা স্টুডেন্ট  ফোরামের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।  প্রেম কুমার ত্রিপুরার সভাপতিত্বে রাঙামাটি পৌরমেয়র আকবর হোসেন চৌধুরী, দিনময় রোয়াজা, অংশুপ্রু চৌধুরী, স্মৃতি বিকাশ ত্রিপুরা, সাগরিকা রোয়াজা, সুরেশ মোহান ত্রিপুরা, ঝিনুক ত্রিপুরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর