রবিবার, ১২ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

রাজৈরে মৃতের সংখ্যা বেড়ে ২ এলাকায় বিক্ষোভ, আটক

আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের রাজৈর উপজেলার উত্তর হোসেনপুরে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় জুলফিকার খালাসি (৫০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল তিনি মারা যান। তিনি একই এলাকার রজব আলী খালাসির ছেলে। এ নিয়ে ওই ঘটনায় মৃত্যের সংখ্যা দুইয়ে দাঁড়াল। খুনিদের ফাঁসির দাবিতে গতকাল এলাকায় বিক্ষোভ হয়েছে। গ্রেফতার এড়াতে প্রতিপক্ষের লোকজন ঘর তালাবদ্ধ করে পালিয়ে গেছে। সংঘর্ষে জড়িত অভিযোগে পুলিশ এ পর্যন্ত ছয়জনকে আটক করেছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুনরায় সংঘর্ষের আশঙ্কায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এলাকায় আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে হরিদাসদি মহেন্দ্রদি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের সদস্য দেলোয়ার মুন্সির সঙ্গে একই এলাকার জামাল খালাসির বিরোধ চলছে।

এ বিষয়ে হরিদাসদি মহেন্দ্রদি ইউপি চেয়ারম্যান রেজাউল করিম বলেন, দেলোয়ার ও জামাল দুজনই আওয়ামী লীগ করেন। তারা দুজনই এক নম্বর ওয়ার্ডের নেতৃত্ব চান। তাদের মধ্যে নেতৃত্ব নিয়ে দীর্ঘদিনের কলহ রয়েছে। এ কলহে সাধারণ দুজন মানুষ মারা গেল। রাজৈর থানার ওসি জানান, ওই এলাকায় পুলিশ মোতায়েন আছে।

সর্বশেষ খবর