সোমবার, ২৭ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

‘বিনামূল্যে কুষ্ঠ রোগের চিকিৎসা দেওয়া হয়’

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের সিভিল সার্জন ডা. আবদুস কুদ্দুছ বলেছেন, কুষ্ঠ রোগে আক্রান্ত ব্যক্তিরাও সমাজে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে এবং সমাজের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করার অধিকার রাখেন। সংক্রামক ব্যাধির মধ্যে কুষ্ঠ সবচেয়ে কম সংক্রামক। এ রোগের লক্ষণ হলো চামড়ায় অবশ হালকা রঙের দাগ, দাগগুলো চুলকানিবিহীন ও সেখানে ঘাম হয় না। সংবেদনশীলতা অনুভূতি হ্রাস পায়। দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও অন্যান্য হাসপাতালের কুষ্ঠ চিকিৎসা কেন্দ্রে বিনামূল্যে এ রোগের চিকিৎসা পাওয়া যায়। গতকাল সিভিল সার্জন কার্যালয় আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। স্বাগত বক্তব্য রাখেন সাইফুল ইসলাম। আলোচনা করেন ডা. মো. নাজমুল ইসলাম, ডা. মো. আরোজ উল্লাহ, আনোয়ার হোসেন, জুলফিকার আলী। সঞ্চালকের দায়িত্ব পালন করেন আবদুল রাজ্জাক।

সর্বশেষ খবর