টাঙ্গাইল, ময়মনসিংহ, মাদারীপুর, পটুয়াখালী, বগুড়া, গাজীপুর, পটুয়াখালী ও চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। এদের মধ্যে পাঁচ শিক্ষার্থী ও একজন শিক্ষক রয়েছেন। টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। তারা হলেন- রাজাবাড়ী গ্রামের জুলহাসের ছেলে একাদশ শ্রেণির ছাত্র ইমন ও একই গ্রামের আবদুল সামাদের ছেলে দ্বাদশ শ্রেণির শাওন। ময়মনসিংহ : ধোবাউড়ায় স্কুল থেকে ফেরার পথে অটোরিকশাচাপায় মানসুরা খাতুন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মানসুরা দ্বিতীয় শ্রেণির ছাত্রী ও স্থানীয় মঞ্জুরুল হকের মেয়ে। ভালুকায় বুধবার দিবাগত রাতে মুরগি বহনকারী গাড়ির সঙ্গে বালুবোঝাই ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তারা হলেন- নেত্রকোনার মজিদের ছেলে ও মুরগিবাহী গাড়িচালক আমিরুল ও মনুরু উদ্দিনের ছেলে শামীম। মাদারীপুর : সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের মধ্যপাঁচখোলা এলাকায় গতকাল মোটরসাইকেল গাছের সঙ্গে ধাক্কা লেগে প্রাণ হারিয়েছেন দুই যুবক। আহত হয়েছে আরও তিনজন। নিহতরা হলেন সদর উপজেলার ইদ্রিস মাতুব্বরের ছেলে হৃদয় মাতুব্বর ও ফারুক শিকদারের ছেলে রাজন শিকদার। বগুড়া : গাবতলী উপজেলার তরণীহাট ডিগ্রি কলেজের প্রভাষক ইদ্রিস আলী গতকাল মোটরসাইকেলে কলেজ থেকে ফিরছিলেন। পথে একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে চারজন আহত হন। হাসপাতালে নেওয়ার পর মারা যান কলেজশিক্ষক ইদ্রিস। এদিকে সকালে সারিয়াকান্দিতে ভটভটিচাপায় নিহত হয় এক শিশু। সে ওই এলাকার লাভলুর মেয়ে। গাজীপুর : কালীগঞ্জে দাখিল পরীক্ষার্থী মেয়েকে কেন্দ্রে নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মা সিমা আক্তার খুকির মৃত্যু হয়েছে। এ ঘটনায় ছাত্রী তাসনিম আহত হন। খুকি কালীগঞ্জ উপজেলার বড়গাঁও গ্রামের ইব্রাহীমের স্ত্রী। তাসনিম প্রাথমিক চিকিৎসার পর পরীক্ষায় অংশ নিয়েছে। চট্টগ্রাম : মিরসরাইয়ের ঠাকুরদিঘীর পাড় এলাকায় গতকাল দুটি কাভার্ডভ্যানের সংঘর্ষে ইসমাইল (২২) নামে চালকের এক সহকারী নিহত হয়েছেন। এছাড়া পটুয়াখালীর বাউফলে গতকাল মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক কলেজশিক্ষার্থী নিহত এবং ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জে ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর একটি প্রাইভেট কারে আগুন ধরে যায়। এতে তিনজন আহত হয়েছেন।
শিরোনাম
- মাছের বাজারে চড়া দাম, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- শীতেও বেড়েছে সবজির দাম, যা বলছেন বিক্রেতারা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
সড়কে ঝরল ছয় শিক্ষক শিক্ষার্থীসহ ১৪ প্রাণ
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর