টাঙ্গাইল, ময়মনসিংহ, মাদারীপুর, পটুয়াখালী, বগুড়া, গাজীপুর, পটুয়াখালী ও চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। এদের মধ্যে পাঁচ শিক্ষার্থী ও একজন শিক্ষক রয়েছেন। টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। তারা হলেন- রাজাবাড়ী গ্রামের জুলহাসের ছেলে একাদশ শ্রেণির ছাত্র ইমন ও একই গ্রামের আবদুল সামাদের ছেলে দ্বাদশ শ্রেণির শাওন। ময়মনসিংহ : ধোবাউড়ায় স্কুল থেকে ফেরার পথে অটোরিকশাচাপায় মানসুরা খাতুন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মানসুরা দ্বিতীয় শ্রেণির ছাত্রী ও স্থানীয় মঞ্জুরুল হকের মেয়ে। ভালুকায় বুধবার দিবাগত রাতে মুরগি বহনকারী গাড়ির সঙ্গে বালুবোঝাই ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তারা হলেন- নেত্রকোনার মজিদের ছেলে ও মুরগিবাহী গাড়িচালক আমিরুল ও মনুরু উদ্দিনের ছেলে শামীম। মাদারীপুর : সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের মধ্যপাঁচখোলা এলাকায় গতকাল মোটরসাইকেল গাছের সঙ্গে ধাক্কা লেগে প্রাণ হারিয়েছেন দুই যুবক। আহত হয়েছে আরও তিনজন। নিহতরা হলেন সদর উপজেলার ইদ্রিস মাতুব্বরের ছেলে হৃদয় মাতুব্বর ও ফারুক শিকদারের ছেলে রাজন শিকদার। বগুড়া : গাবতলী উপজেলার তরণীহাট ডিগ্রি কলেজের প্রভাষক ইদ্রিস আলী গতকাল মোটরসাইকেলে কলেজ থেকে ফিরছিলেন। পথে একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে চারজন আহত হন। হাসপাতালে নেওয়ার পর মারা যান কলেজশিক্ষক ইদ্রিস। এদিকে সকালে সারিয়াকান্দিতে ভটভটিচাপায় নিহত হয় এক শিশু। সে ওই এলাকার লাভলুর মেয়ে। গাজীপুর : কালীগঞ্জে দাখিল পরীক্ষার্থী মেয়েকে কেন্দ্রে নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মা সিমা আক্তার খুকির মৃত্যু হয়েছে। এ ঘটনায় ছাত্রী তাসনিম আহত হন। খুকি কালীগঞ্জ উপজেলার বড়গাঁও গ্রামের ইব্রাহীমের স্ত্রী। তাসনিম প্রাথমিক চিকিৎসার পর পরীক্ষায় অংশ নিয়েছে। চট্টগ্রাম : মিরসরাইয়ের ঠাকুরদিঘীর পাড় এলাকায় গতকাল দুটি কাভার্ডভ্যানের সংঘর্ষে ইসমাইল (২২) নামে চালকের এক সহকারী নিহত হয়েছেন। এছাড়া পটুয়াখালীর বাউফলে গতকাল মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক কলেজশিক্ষার্থী নিহত এবং ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জে ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর একটি প্রাইভেট কারে আগুন ধরে যায়। এতে তিনজন আহত হয়েছেন।
শিরোনাম
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- টেলিগ্রাফ কিনতে ৫০ কোটি পাউন্ডের চুক্তি স্বাক্ষর করলো ডেইলি মেইল
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
- ভূমিকম্পে মেট্রোরেল স্থাপনার কোনো ক্ষতি হয়নি: ডিএমটিসিএল এমডি
- বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২ সমঝোতা স্মারক সই
- পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
- আইন হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন: সিইসি
- প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক
- সিরাজগঞ্জে ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু
- ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার
- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ক্যান্সার আক্রান্তদের পাশে রোটারী
- গণভোটের প্রস্তুতি নিতে ইসিকে সরকারের চিঠি
- দেশের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ হতে হবে: অর্থ উপদেষ্টা
- কুমিল্লায় অভিযান চলাকালে পুলিশের ওপর হামলা
- স্টার্কের ডেলিভারিতে দগ্ধ ইংল্যান্ড, হেডের ব্যাটে লেখা জয়গাথা