টাঙ্গাইল, ময়মনসিংহ, মাদারীপুর, পটুয়াখালী, বগুড়া, গাজীপুর, পটুয়াখালী ও চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। এদের মধ্যে পাঁচ শিক্ষার্থী ও একজন শিক্ষক রয়েছেন। টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। তারা হলেন- রাজাবাড়ী গ্রামের জুলহাসের ছেলে একাদশ শ্রেণির ছাত্র ইমন ও একই গ্রামের আবদুল সামাদের ছেলে দ্বাদশ শ্রেণির শাওন। ময়মনসিংহ : ধোবাউড়ায় স্কুল থেকে ফেরার পথে অটোরিকশাচাপায় মানসুরা খাতুন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মানসুরা দ্বিতীয় শ্রেণির ছাত্রী ও স্থানীয় মঞ্জুরুল হকের মেয়ে। ভালুকায় বুধবার দিবাগত রাতে মুরগি বহনকারী গাড়ির সঙ্গে বালুবোঝাই ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তারা হলেন- নেত্রকোনার মজিদের ছেলে ও মুরগিবাহী গাড়িচালক আমিরুল ও মনুরু উদ্দিনের ছেলে শামীম। মাদারীপুর : সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের মধ্যপাঁচখোলা এলাকায় গতকাল মোটরসাইকেল গাছের সঙ্গে ধাক্কা লেগে প্রাণ হারিয়েছেন দুই যুবক। আহত হয়েছে আরও তিনজন। নিহতরা হলেন সদর উপজেলার ইদ্রিস মাতুব্বরের ছেলে হৃদয় মাতুব্বর ও ফারুক শিকদারের ছেলে রাজন শিকদার। বগুড়া : গাবতলী উপজেলার তরণীহাট ডিগ্রি কলেজের প্রভাষক ইদ্রিস আলী গতকাল মোটরসাইকেলে কলেজ থেকে ফিরছিলেন। পথে একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে চারজন আহত হন। হাসপাতালে নেওয়ার পর মারা যান কলেজশিক্ষক ইদ্রিস। এদিকে সকালে সারিয়াকান্দিতে ভটভটিচাপায় নিহত হয় এক শিশু। সে ওই এলাকার লাভলুর মেয়ে। গাজীপুর : কালীগঞ্জে দাখিল পরীক্ষার্থী মেয়েকে কেন্দ্রে নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মা সিমা আক্তার খুকির মৃত্যু হয়েছে। এ ঘটনায় ছাত্রী তাসনিম আহত হন। খুকি কালীগঞ্জ উপজেলার বড়গাঁও গ্রামের ইব্রাহীমের স্ত্রী। তাসনিম প্রাথমিক চিকিৎসার পর পরীক্ষায় অংশ নিয়েছে। চট্টগ্রাম : মিরসরাইয়ের ঠাকুরদিঘীর পাড় এলাকায় গতকাল দুটি কাভার্ডভ্যানের সংঘর্ষে ইসমাইল (২২) নামে চালকের এক সহকারী নিহত হয়েছেন। এছাড়া পটুয়াখালীর বাউফলে গতকাল মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক কলেজশিক্ষার্থী নিহত এবং ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জে ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর একটি প্রাইভেট কারে আগুন ধরে যায়। এতে তিনজন আহত হয়েছেন।
শিরোনাম
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
- সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা ও বিএনপি চেয়ারপারসনের সৌজন্য সাক্ষাৎ
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
সড়কে ঝরল ছয় শিক্ষক শিক্ষার্থীসহ ১৪ প্রাণ
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর