শতভাগ শিক্ষার্থী প্রতিদিন উপস্থিত হন। ফলও ভাল করছে। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের মর্যাদাও পেয়েছে বগুড়া সদর উপজেলার শিববাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্কুলটি এখন বগুড়ার ‘আনন্দ স্কুল’ নামে পরিচিত। জানা যায়, শিববাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯৩০ সালে প্রতিষ্ঠিত হয়। আনন্দ প্রদানের মধ্য দিয়ে এ স্কুলে শিশুদের পাঠদান করা হয়। বই পড়ার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আগ্রহী করে তোলা হয় তাদের। শিক্ষার্থীদের জন্য টিফিনের সময় এবং স্কুল শুরু হওয়ার আগে বিনোদনের জন্য দোলনা, স্লিপারসহ নানা ধরনের খেলার সামগ্রী রয়েছে। আছে ল্যাপটপ ব্যবহারের সুযোগ, শিশুদের নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা, হোয়াইট বোর্ড, বায়োমেট্রিক্স পদ্ধতিতে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি নিশ্চিতকরণ ব্যবস্থা। শিশুরা সহজেই যাতে মুক্তিযুদ্ধের চেতনায় বেড়ে উঠতে পারে সেজন্য বীরশ্রেষ্ঠদের ছবিসম্বলিত শহীদ মিনার নির্মাণসহ পুরো স্কুলে মজার সব প্রাণির ছবি, দেয়ালে আদর্শবাণী লেখা রয়েছে। পরিপাটি পরিবেশ, শিশুদের জন্য আকর্ষণীয় শিখন পদ্ধতি ও শিক্ষা উপকরণ নজর কেড়েছে শিক্ষার্থীদের। বিদ্যালয় সভাপতি ও বগুড়া পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর লায়ন কবিরাজ তরুণ কুমার জানান, শিক্ষার্থীদের আনন্দমুখর পরিবেশে পাঠদান করায় অনেকে স্কুল খোলার আগেই চলে আসছে। তিনি বলেন, কোনো শিক্ষার্থী যেন অর্থাভাবে ঝরে না পড়ে এ জন্য সহযোগিতা থাকবে। প্রধান শিক্ষক তাছলিমা খন্দকার জানান, দুর্বল ও সাধারণ শিক্ষার্থীরা যাতে সমান শিক্ষা লাভ করতে পারে সে জন্য কয়েকটি শ্রেণিকক্ষ বিশেষভাবে সাজানো হয়েছে। ফলে দেখা যায় প্রতি বছর পিএসসি পরীক্ষায় শতভাগ পাস করছে। পাঠ্যপুস্তক ছাড়া এখানে প্রতিদিন খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকা-, মুক্তিযুদ্ধের গল্পও পড়ানো হয়।
শিরোনাম
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে