শতভাগ শিক্ষার্থী প্রতিদিন উপস্থিত হন। ফলও ভাল করছে। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের মর্যাদাও পেয়েছে বগুড়া সদর উপজেলার শিববাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্কুলটি এখন বগুড়ার ‘আনন্দ স্কুল’ নামে পরিচিত। জানা যায়, শিববাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯৩০ সালে প্রতিষ্ঠিত হয়। আনন্দ প্রদানের মধ্য দিয়ে এ স্কুলে শিশুদের পাঠদান করা হয়। বই পড়ার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আগ্রহী করে তোলা হয় তাদের। শিক্ষার্থীদের জন্য টিফিনের সময় এবং স্কুল শুরু হওয়ার আগে বিনোদনের জন্য দোলনা, স্লিপারসহ নানা ধরনের খেলার সামগ্রী রয়েছে। আছে ল্যাপটপ ব্যবহারের সুযোগ, শিশুদের নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা, হোয়াইট বোর্ড, বায়োমেট্রিক্স পদ্ধতিতে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি নিশ্চিতকরণ ব্যবস্থা। শিশুরা সহজেই যাতে মুক্তিযুদ্ধের চেতনায় বেড়ে উঠতে পারে সেজন্য বীরশ্রেষ্ঠদের ছবিসম্বলিত শহীদ মিনার নির্মাণসহ পুরো স্কুলে মজার সব প্রাণির ছবি, দেয়ালে আদর্শবাণী লেখা রয়েছে। পরিপাটি পরিবেশ, শিশুদের জন্য আকর্ষণীয় শিখন পদ্ধতি ও শিক্ষা উপকরণ নজর কেড়েছে শিক্ষার্থীদের। বিদ্যালয় সভাপতি ও বগুড়া পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর লায়ন কবিরাজ তরুণ কুমার জানান, শিক্ষার্থীদের আনন্দমুখর পরিবেশে পাঠদান করায় অনেকে স্কুল খোলার আগেই চলে আসছে। তিনি বলেন, কোনো শিক্ষার্থী যেন অর্থাভাবে ঝরে না পড়ে এ জন্য সহযোগিতা থাকবে। প্রধান শিক্ষক তাছলিমা খন্দকার জানান, দুর্বল ও সাধারণ শিক্ষার্থীরা যাতে সমান শিক্ষা লাভ করতে পারে সে জন্য কয়েকটি শ্রেণিকক্ষ বিশেষভাবে সাজানো হয়েছে। ফলে দেখা যায় প্রতি বছর পিএসসি পরীক্ষায় শতভাগ পাস করছে। পাঠ্যপুস্তক ছাড়া এখানে প্রতিদিন খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকা-, মুক্তিযুদ্ধের গল্পও পড়ানো হয়।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ