শতভাগ শিক্ষার্থী প্রতিদিন উপস্থিত হন। ফলও ভাল করছে। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের মর্যাদাও পেয়েছে বগুড়া সদর উপজেলার শিববাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্কুলটি এখন বগুড়ার ‘আনন্দ স্কুল’ নামে পরিচিত। জানা যায়, শিববাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯৩০ সালে প্রতিষ্ঠিত হয়। আনন্দ প্রদানের মধ্য দিয়ে এ স্কুলে শিশুদের পাঠদান করা হয়। বই পড়ার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আগ্রহী করে তোলা হয় তাদের। শিক্ষার্থীদের জন্য টিফিনের সময় এবং স্কুল শুরু হওয়ার আগে বিনোদনের জন্য দোলনা, স্লিপারসহ নানা ধরনের খেলার সামগ্রী রয়েছে। আছে ল্যাপটপ ব্যবহারের সুযোগ, শিশুদের নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা, হোয়াইট বোর্ড, বায়োমেট্রিক্স পদ্ধতিতে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি নিশ্চিতকরণ ব্যবস্থা। শিশুরা সহজেই যাতে মুক্তিযুদ্ধের চেতনায় বেড়ে উঠতে পারে সেজন্য বীরশ্রেষ্ঠদের ছবিসম্বলিত শহীদ মিনার নির্মাণসহ পুরো স্কুলে মজার সব প্রাণির ছবি, দেয়ালে আদর্শবাণী লেখা রয়েছে। পরিপাটি পরিবেশ, শিশুদের জন্য আকর্ষণীয় শিখন পদ্ধতি ও শিক্ষা উপকরণ নজর কেড়েছে শিক্ষার্থীদের। বিদ্যালয় সভাপতি ও বগুড়া পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর লায়ন কবিরাজ তরুণ কুমার জানান, শিক্ষার্থীদের আনন্দমুখর পরিবেশে পাঠদান করায় অনেকে স্কুল খোলার আগেই চলে আসছে। তিনি বলেন, কোনো শিক্ষার্থী যেন অর্থাভাবে ঝরে না পড়ে এ জন্য সহযোগিতা থাকবে। প্রধান শিক্ষক তাছলিমা খন্দকার জানান, দুর্বল ও সাধারণ শিক্ষার্থীরা যাতে সমান শিক্ষা লাভ করতে পারে সে জন্য কয়েকটি শ্রেণিকক্ষ বিশেষভাবে সাজানো হয়েছে। ফলে দেখা যায় প্রতি বছর পিএসসি পরীক্ষায় শতভাগ পাস করছে। পাঠ্যপুস্তক ছাড়া এখানে প্রতিদিন খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকা-, মুক্তিযুদ্ধের গল্পও পড়ানো হয়।
শিরোনাম
- সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে চায় কমিশন : সিইসি
- নিউ ইস্কাটন রোডে ফ্লাইওভার থেকে ছোড়া ককটেলে পথচারী আহত
- মাদ্রাসা শিক্ষা বোর্ড : খাতা চ্যালেঞ্জে ফেল থেকে পাস ৪৫ শিক্ষার্থী
- এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে সবুজায়ন করার উদ্যোগ
- মেক্সিকোতে জেন-জির বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ১২০
- আইপিএলে কে কোন দলে, দেখুন পূর্ণাঙ্গ স্কোয়াড
- ঢাকা বোর্ডে পুনর্নিরীক্ষায় নতুন জিপিএ–৫ পেল ২০১ শিক্ষার্থী
- চোখ বন্ধ, হাসি নেই: এক ক্লিকেই ঠিক করবে গুগল ফটোস
- মিস ইউনিভার্স মঞ্চে কঠিন বাস্তবতার কথা জানালেন বাংলাদেশের মিথিলা
- আন্তর্জাতিক সহনশীলতা দিবস আজ
- 'দাউদের মাদক পার্টিতে নোরা', পুলিশের নজরে অভিনেত্রী
- অ্যাশেজের প্রথম টেস্টে উডকে নিয়ে শঙ্কা নেই
- সিলেটে অ্যাম্বুলেন্স ও বাসে আগুন
- চীনা বিনিয়োগে বৈশ্বিক রপ্তানিকেন্দ্র হওয়ার বিশাল সম্ভাবনা বাংলাদেশের
- ফুয়াদের সুরে কনার গান
- অস্ট্রেলিয়ার এমপিদের সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ তারেক রহমানের
- ২৬ বাংলাদেশি নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, চারজনের মৃত্যু
- কাতারের ক্লাব আল সাদে মানচিনি
- কাভিশ ব্যান্ডের সঙ্গে এক মঞ্চে শিরোনামহীন-মেঘদল
- যান্ত্রিক ত্রুটির কারণে গাজীপুরে চলন্ত বাসে আগুন!